Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- শরৎ- ১৩.০৮.২০১০
 
1. “ চাঁদের অমাবস্যা” উপন্যাসটির রচয়িতা কে?
ক. বলাইচাঁদ মুখোপাধ্যায়
খ. আবু জাফর শামসুদ্দীন
গ. সিকান্দার আবু জাফর
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তরঃ
 
2. “ দোলন চাপা” কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
ক. গোলাম মোস্তফা
খ. কাজী নজরুল ইসলাম
গ. যতীন্দ্র মোহন বাগচী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ
 
3. “ রক্তকরবী” নাটকটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. দ্বিজেন্দ্রলাল রায়
ঘ. ইব্রাহীম খাঁ
উত্তরঃ
 
4. কোনটি শুদ্ধ বানান?
ক. আভ্যন্তরীন
খ. অভ্যন্তরিণ
গ. অভ্যন্তরীণ
ঘ. আভ্যন্তরিণ
উত্তরঃ
 
5. কোনটি শুদ্ধ বানান?
ক. গৃহিনী
খ. গৃহিণী
গ. গৃহীনী
ঘ. গৃহিণি
উত্তরঃ
 

6. “ নাবিক” এর সন্ধি বিচ্ছেদ ----
ক. নৌ + ইক
খ. ন + ইক
গ. নব + ইকা
ঘ. নবৌ + ইক
উত্তরঃ
 
7. “ দুশ্চরিত্র” এর সন্ধি বিচ্ছেদ ----
ক. দুশ্চ + চিত্র
খ. দুঃ + চরিত্র
গ. দু + চরিত্র
ঘ. দুঃ + চরিত
উত্তরঃ
 
8. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি?
ক. ব্যাসবাক্য
খ. সমস্ত পদ
গ. সমস্যমান পদ
ঘ. সমাসবাক্য
উত্তরঃ
 
9. যে সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে বলে---
ক. নিত্য সমাস
খ. প্রাদি সমাস
গ. দ্বন্দ্ব সমাস
ঘ. অলুক সমাস
উত্তরঃ
 
10. “ ঢাকের কাঠি” বাগধারার অর্থ ---
ক. সাহায্যকারী
খ. তোষামুদে
গ. বাদক
ঘ. স্বাস্থ্যহীন লোক
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question