Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- শিউলি- ০৯.১২.২০১১
 
61. সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় -----
ক. নক্ষত্র
খ. পৃথিবী
গ. সৌরজগৎ
ঘ. বুধ
উত্তরঃ
 
62. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
ক. কামরুল হাসান
খ. জয়নুল আবেদীন
গ. হাসেম খান
ঘ. হামিদুর রহমান
উত্তরঃ
 
63. বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা কোনটি?
ক. পঞ্চগড়
খ. ঠাকুরগাঁও
গ. দিনাজপুর
ঘ. লালমনিরহাট
উত্তরঃ
 
64. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
ক. চাঁদপুরে
খ. সিরাজগঞ্জ
গ. গোয়ালন্দ
ঘ. ভোলা
উত্তরঃ
 
65. সৌরজগতের বৃহত্তম গ্রহ ---
ক. পৃথিবী
খ. বৃহস্পতি
গ. শনি
ঘ. বুধ
উত্তরঃ
 

66. প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত?
ক. ময়নামতি
খ. বিক্রমপুর
গ. মহাস্থানগড়
ঘ. পাহাড়পুর
উত্তরঃ
 
67. পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী -----
ক. নীল
খ. মিসিসিপি
গ. আমাজান
ঘ. সেন্ট লরেন্স
উত্তরঃ
 
68. কয়লা উৎপাদনে বিশ্বে প্রথম ---
ক. যুক্তরাষ্ট্র
খ. ভারত
গ. অস্ট্রেলিয়া
ঘ. চীন
উত্তরঃ
 
69. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি ----
ক. হামিদুর রহমান
খ. হামিদুজ্জামান
গ. তানভীর কবির
ঘ. অস্কার বাদক
উত্তরঃ
 
70. লালবাগ দুর্গের পূর্ব নাম কি ছিল?
ক. জাহাঙ্গীর দুর্গ
খ. আওরঙ্গবাদ দুর্গ
গ. আজম দুর্গ
ঘ. পরিবিবির দুর্গ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question