Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- শিউলি- ০৯.১২.২০১১
 
41. ১, ৩, ৫, ৭,------ধারাটির অষ্টম পদ কত?
ক. ১৩
খ. ১৫
গ. ১৭
ঘ. ২০
উত্তরঃ
 
42. ১, ৩, ৪, ৭, ১১, ----- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক.
খ. ১৪
গ. ১৮
ঘ. ২৫
উত্তরঃ
 
43. কোনো পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
ক. ২৩ জন
খ. ২৪ জন
গ. ২৫ জন
ঘ. ২৬ জন
উত্তরঃ
 
44. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ ডিগ্রী হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে ----
ক. ১১৫ ডিগ্রী
খ. ১২০ ডিগ্রী
গ. ১৩০ ডিগ্রী
ঘ. ১৩৫ ডিগ্রী
উত্তরঃ
 
45. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে ---
ক.
খ.
গ.
ঘ. ১০
উত্তরঃ
 

46. কোনটি পদার্থ নয়?
ক. আলো
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন
ঘ. পানি
উত্তরঃ
 
47. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
ক. সাদা
খ. কালো
গ. বেগুনি
ঘ. লাল
উত্তরঃ
 
48. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
ক. অ্যালুমিনিয়াম
খ. তামা
গ. সীসা
ঘ. দস্তা
উত্তরঃ
 
49. কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো ----
ক. চুনাপাথর
খ. জিপসাম
গ. বালি
ঘ. সাজি মাটি
উত্তরঃ
 
50. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়?
ক. সবুজ আলোতে
খ. লাল আলোতে
গ. নীল আলোতে
ঘ. বেগুনি আলোতে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question