Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- শিউলি- ০৯.১২.২০১১
 
31. x2+y2 এবং xy=6 হলে (x-y)2 এর মান কত ?
ক. 4
খ. 6
গ. 8
ঘ. 12
উত্তরঃ
 
32. a+1a=4 হলে a2+1a2এর মান কত ?
ক. ১৪
খ. ১২
গ. ১৬
ঘ. ১৮
উত্তরঃ
 
33. ক ও খ একত্রে একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। খ একা কাজটি ১৪ দিনে শেষ করতে পারলে ক একা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
ক. ২৫ দিন
খ. ২৮ দিন
গ. ৩২ দিন
ঘ. ৩৫ দিন
উত্তরঃ
 
34. একটি ক্যাম্পে ৭২ জন স্কাউটের ৬ দিনের খাদ্য মজুদ আছে। ১৮ জন স্কাউট চলে গেলে, ঐ খাদ্যে বাকি স্কাউটদের আরো কত দিন চলবে?
ক. ২ দিন
খ. ৩ দিন
গ. ৪ দিন
ঘ. ৬ দিন
উত্তরঃ
 
35. কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সে ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?
ক. ৩৩ ডিগ্রী সে.
খ. ৩৬ ডিগ্রী সে.
গ. ৩৯ ডিগ্রী সে.
ঘ. ৪৩ ডিগ্রী সে.
উত্তরঃ
 

36. ৩ বৎসর আগে ক ও খ এর বয়সের গড় ছিল ১৬ বছর। গ তাদের সাথে যোগ দেয়ায় বর্তমান তাদের বয়সের গড় ২০ বৎসর হয়। গ এর বয়স কত?
ক. ২০ বৎসর
খ. ২২ বৎসর
গ. ২৪ বৎসর
ঘ. ২৬ বৎসর
উত্তরঃ
 
37. কঃ খ = ৫ : ৬ এবং খঃ গ= ৩ : ১০ হলে কঃ গ = কত?
ক. ৫ : ২০
খ. ৬ : ১২
গ. ১০ : ২০
ঘ. ৫ : ১২
উত্তরঃ
 
38. ৬৩ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ২; ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত?
ক. ৩৯ লি. ২৪ লি.
খ. ৪৯ লি. ১৪ লি.
গ. ২৪ লি. ৩৯ লি.
ঘ. ২৯ লি. ৩৪ লি.
উত্তরঃ
 
39. একটি খাসি ১,৫০০ টাকায় ক্রয় করে ১,৮০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
ক. ১৬%
খ. ১৮%
গ. ২০%
ঘ. ২৫%
উত্তরঃ
 
40. একটি জিনিস ৫০ টাকায় কিনে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক. ১৫%
খ. ২০%
গ. ২২%
ঘ. ২৫%
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question