Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- শিউলি- ০৯.১২.২০১১
 
11. কোনটি 'অন্ধকার' শব্দের সমার্থক শব্দ?
ক. পাবক
খ. মনোজ
গ. ধারাপাত
ঘ. তমসা
উত্তরঃ
 
12. 'অর্বাচীন' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. নিরপরাধ
খ. প্রাচীন
গ. অনুজ
ঘ. অনভ্যাস
উত্তরঃ
 
13. 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কি?
ক. সচেতন করা
খ. চক্ষু দান করা
গ. চুরি করা
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 
14. 'আপনাকে পণ্ডিত মনে করে যে।' ----এক কথায় কী হবে?
ক. অতিপণ্ডিত
খ. মহাপণ্ডিত
গ. পণ্ডিত নেতা
ঘ. পণ্ডিতম্মন্য
উত্তরঃ
 
15. 'এক বিষয়ে যার চিত্ত নিবিষ্ট।' ---এক কথায় হবে ----
ক. একাগ্রচিত্ত
খ. একমনা
গ. অন্যমনা
ঘ. মনোযোগী
উত্তরঃ
 

16. কোনটি Material Noun?
ক. Book
খ. Ring
গ. River
ঘ. Paper
উত্তরঃ
 
17. কোনটি Collective Noun?
ক. Bashar
খ. Class
গ. Youth
ঘ. Island
উত্তরঃ
 
18. কোন বানানটি শুদ্ধ?
ক. Collaboration
খ. Colaboration
গ. Colaboretion
ঘ. Collaboretion
উত্তরঃ
 
19. কোনটি শুদ্ধ বানান?
ক. Ocasion
খ. Ocation
গ. Occasion
ঘ. Occassion
উত্তরঃ
 
20. 'Do you know him?' বাক্যটির Passive form হবে----
ক. Is he know by you?
খ. Is he known to you?
গ. Dose he known by you?
ঘ. Is he known with you?
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question