Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- হাসনাহেনা- ০৯.১২.২০১১
 
61. সূর্যের আয়তন পৃথিবী অপেক্ষা বড় ---
ক. ১৩ মিলিয়ন গুণ
খ. ১০ মিলিয়ন গুণ
গ. ১.৩ মিলিয়ন গুণ
ঘ. ১.০ মিলিয়ন গুণ
উত্তরঃ
 
62. প্রশস্ত মোহনাকে বলা হয় ---
ক. মোহনা
খ. খাড়ি
গ. উৎস
ঘ. নদী সঙ্গম
উত্তরঃ
 
63. শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়?
ক. ১৪ ডিসেম্বর
খ. ১২ ডিসেম্বর
গ. ১৩ ডিসেম্বর
ঘ. ১১ ডিসেম্বর
উত্তরঃ
 
64. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপিত্যকা এলাকা ---
ক. মারিস্যা ভ্যালী
খ. খাগড়া ভ্যালী
গ. জাবরী ভ্যালী
ঘ. ভেঙ্গী ভ্যালী
উত্তরঃ
 
65. ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?
ক. শীতলক্ষ্যা
খ. বুড়িগঙ্গা
গ. ধরলা
ঘ. বংশী
উত্তরঃ
 

66. মিসিসিপি-মিশৌরী নদীর একত্রে দৈর্ঘ্য প্রায় ---
ক. ৭৫০১ কিমি
খ. ৫০৯৮ কিমি
গ. ৬০৯৫ কিমি
ঘ. ৮০৯৫ কিমি
উত্তরঃ
 
67. পৃথিবীর উচ্চতম রাজধানী --
ক. লাপাজ
খ. নিউইয়র্ক
গ. ব্রাসিলিয়া
ঘ. জর্জটাউন
উত্তরঃ
 
68. পৃথিবীতে প্রধান তামা উৎপাদনকারী দেশ --
ক. কানাডা
খ. চিলি
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ
 
69. জাতীয় জাদুঘরের স্থপতি --
ক. মোস্তফা কামাল
খ. মোস্তফা মনোয়ার
গ. মাজহারুল ইসলাম
ঘ. কাজী আরিফ
উত্তরঃ
 
70. সাত গম্বুজ মসজিদটির নির্মাতা ---
ক. সুবেদার ইসলাম খান
খ. মীরজুমলা
গ. মুরশীদ কুলী খান
ঘ. শায়েস্তা খান
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question