Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- হাসনাহেনা- ০৯.১২.২০১১
 
51. সমাজের ভিত্তি কোনটি?
ক. ঐক্য
খ. কর্তব্যবোধ
গ. শিষ্টাচার
ঘ. ন্যায়বোধ
উত্তরঃ
 
52. মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর ---
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন-ডাই-অক্সাইড
উত্তরঃ
 
53. নিচের কোন উদ্ভিদটিতে ক্লোরোফিল নেই?
ক. এককোষী শৈবাল
খ. ফার্ন
গ. ব্যাঙের ছাতা
ঘ. সামুদ্রিক শৈবাল
উত্তরঃ
 
54. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
ক. গ্লুকানন
খ. ইনসুলিন
গ. থাইরোসিন
ঘ. এড্রিনালিন
উত্তরঃ
 
55. বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি?
ক. যমুনা
খ. মেঘনা
গ. সুরমা
ঘ. ধলেশ্বরী
উত্তরঃ
 

56. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে. মি. -এ
ক. ৫ কি. মি.
খ. ১০ কি. মি.
গ. ২৭ কি. মি.
ঘ. ১০ নিউটন
উত্তরঃ
 
57. অধিকাংশ ফটোকপি মিশন কাজ করে ----
ক. অফসেট মুদ্রণ পদ্ধতিতে
খ. পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
গ. ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে
ঘ. স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
উত্তরঃ
 
58. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
ক. তিন প্রকার
খ. দুই প্রকার
গ. পাঁচ প্রকার
ঘ. ছয় প্রকার
উত্তরঃ
 
59. সমস্যা সমাধানের জন্য বিশেষ অনুক্রমে সাজানো কম্পিউটার নির্দেশকে বলা হয় ---
ক. প্রক্রিয়াকরণ
খ. প্রোগ্রাম
গ. নিয়ন্ত্রণ
ঘ. স্মৃতি
উত্তরঃ
 
60. যখন সূর্য ও চন্দ্রের মধ্যে পৃথিবী অবস্থান করে তখন হয় ---
ক. সূর্যগ্রহণ
খ. চন্দ্রগ্রহণ
গ. পূর্ণিমা
ঘ. অমাবস্যা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question