Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- হাসনাহেনা- ০৯.১২.২০১১
 
31. x+y=5,x-y=3 হলে x2+y2এর মান কত ?
ক. 22
খ. 17
গ. 18
ঘ. 20
উত্তরঃ
 
32. a-1a=5 হলে a2+1a2এর মান কত ?
ক. ২০
খ. ২৩
গ. ২৫
ঘ. ২৭
উত্তরঃ
 
33. একটি কাজ ক একা ১৫ দিনে খ একা ১০ দিনে শেষ করতে পারলে, ক ও খ একত্রে ঐ কাজ কত দিনে শেষ করতে পারবে?
ক. ৫ দিন
খ. ৬ দিন
গ. ৮ দিন
ঘ. ১০ দিন
উত্তরঃ
 
34. একটি রাস্তা মেরামত করতে ৩৫ জন শ্রমিকের ১৬ দিন লাগলে ২৮ জন শ্রমিকের কত দিন লাগবে?
ক. ১৮ দিন
খ. ২০ দিন
গ. ২২ দিন
ঘ. ২৪ দিন
উত্তরঃ
 
35. পিতা ও দুই পুত্রের বর্তমান গড় বয়স ২২ বৎসর। ৩ বৎসর পর দুই পুত্রের গড় বয়স ১৩ বৎসর হলে পিতার বর্তমান বয়স কত?
ক. ৪০ বৎসর
খ. ৪২ বৎসর
গ. ৪৩ বৎসর
ঘ. ৪৬ বৎসর
উত্তরঃ
 

36. পিতা ও মাতার বয়সের গড় ৪০ বৎসর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩২ বৎসর হলে পুত্রের বয়স কত?
ক. ১২ বৎসর
খ. ১৪ বৎসর
গ. ১৬ বৎসর
ঘ. ১৮ বৎসর
উত্তরঃ
 
37. ১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে, বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে?
ক. ৩৬ টাকা
খ. ৩৯ টাকা
গ. ৪০ টাকা
ঘ. ৪২ টাকা
উত্তরঃ
 
38. ২৪ কে ৭ : ৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে ---
ক. ২৪
খ. ২৬
গ. ২৮
ঘ. ৩০
উত্তরঃ
 
39. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে শতকরা ক্ষতি কত?
ক. ৪%
খ. ৫%
গ. ৬%
ঘ. ৮%
উত্তরঃ
 
40. ৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হল। ১০০ টি কলার ক্রয়মূল্য কত?
ক. ২৫০ টাকা
খ. ২৭৫ টাকা
গ. ৩২৫ টাকা
ঘ. ৪০০ টাকা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question