Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- শাপলা- ০৯.১২.২০১১
 
61. How can you do this? বাক্যটির Passive form হবে----
ক. How this can be done by you?
খ. How could this be done by you?
গ. How can this be done by you?
ঘ. How this could be done by you?
উত্তরঃ
 
62. কোন বানানটি শুদ্ধ?
ক. Accesible
খ. Accessible
গ. Acesible
ঘ. Accissable
উত্তরঃ
 
63. কোনটি শুদ্ধ বানান?
ক. Accession
খ. Accesion
গ. Acession
ঘ. Acsesion
উত্তরঃ
 
64. কোনটি Abstract Noun?
ক. Man
খ. Height
গ. Jury
ঘ. Long
উত্তরঃ
 
65. কোনটি Collective Noun?
ক. Girl
খ. Books
গ. Library
ঘ. Soldiers
উত্তরঃ
 

66. 'যার কোন উপায় নেই'--এক কথায় কি হবে?
ক. নিরুপায়
খ. নাচার
গ. অনন্যেপায়
ঘ. উপায়হীন
উত্তরঃ
 
67. 'যা বলা হয়নি' --এক কথায় হবে ----
ক. অবহিত
খ. অনুক্ত
গ. অবাচ্য
ঘ. অনুল্লেখ
উত্তরঃ
 
68. 'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কি?
ক. শুরু করা
খ. তাড়াতাড়ি শেষ করা
গ. বিশ্রাম করা
ঘ. শেষ বিদায়
উত্তরঃ
 
69. 'আকস্মিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. হঠাৎ
খ. চিরন্তন
গ. তিরোভাব
ঘ. স্থির
উত্তরঃ
 
70. 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. ঢেউ
খ. সোজা
গ. অসংহত
ঘ. ঋজু
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question