Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- শাপলা- ০৯.১২.২০১১
 
41. একটি জিনিস ৫৬০ টাকায় বিক্রয় করায় ১২% লাভ হলো। জিনিসটির ক্রয়মূল্য কত?
ক. ৫০০ টাকা
খ. ৫১২ টাকা
গ. ৫২০ টাকা
ঘ. ৫২৫ টাকা
উত্তরঃ
 
42. একটি জিনিস ২৫০ টাকায় ক্রয় করে ২৮০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
ক. ১০%
খ. ১২%
গ. ১৫%
ঘ. ২০%
উত্তরঃ
 
43. ৬৪ কে ৭ : ৮ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে ---
ক. ৫৪
খ. ৫৬
গ. ৫৮
ঘ. ৬০
উত্তরঃ
 
44. দুইটি রাশির অনুপাত ৭ : ১২। উত্তর রাশি ৯৬ হলে পূর্ব রাশি কত?
ক. ৪৯
খ. ৫৪
গ. ৫৬
ঘ. ৬০
উত্তরঃ
 
45. পিতা ও দুই পুত্রের বয়সের গড় ২০ বৎসর। ২ বৎসর পূর্বে দুই পুত্রের বয়সের গড় ছিল ১২বৎসর। পিতার বর্তমান বয়স কত?
ক. ২৬ বৎসর
খ. ২৮ বৎসর
গ. ৩০ বৎসর
ঘ. ৩২ বৎসর
উত্তরঃ
 

46. ৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বৎসর। ৩ জন ছাত্রের বয়সের গড় ১৭ বৎসর হলে বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?
ক. ১৪ বৎসর
খ. ১৫ বৎসর
গ. ১৬ বৎসর
ঘ. ১৭ বৎসর
উত্তরঃ
 
47. একজন কৃষকের ৪০টি গরুর জন্য ৩৫ দিনের খাদ্য মজুদ আছে। তিনি আরো ১০টি গরু ক্রয় করলে ঐ খাদ্যে কত দিন চলবে?
ক. ২০ দিন
খ. ২৪ দিন
গ. ২৬ দিন
ঘ. ২৮ দিন
উত্তরঃ
 
48. ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কত জন শ্রমিক নিয়োগ করতে হবে?
ক. ২৪ জন
খ. ২৬ জন
গ. ২৮ জন
ঘ. ৩০ জন
উত্তরঃ
 
49. x-1x=7 হলে x2+1x2 এর মান কত ?
ক. 49
খ. 50
গ. 51
ঘ. 52
উত্তরঃ
 
50. (a+b) =5, ab=4 হলে (a-b) এর মান কত?
ক. 41
খ. 33
গ. 9
ঘ. 17
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question