Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- শাপলা- ০৯.১২.২০১১
 
31. কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য ---
ক. ভিটামিন এ
খ. ভিটামিন সি
গ. লৌহ
ঘ. ক্যালসিয়াম
উত্তরঃ
 
32. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?
ক. সবুজ সার
খ. পটাস
গ. টিএসপি
ঘ. ইউরিয়া
উত্তরঃ
 
33. সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান হলো --
ক. তামা ও লোহা
খ. টিন ও দস্তা
গ. তামা ও টিন
ঘ. লোহা ও দস্তা
উত্তরঃ
 
34. কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম?
ক. লাল
খ. হলুদ
গ. বেগুনি
ঘ. নীল
উত্তরঃ
 
35. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. ০ ডিগ্রী সেলসিয়াস
খ. ৪ ডিগ্রী সেলসিয়াস
গ. ৬ ডিগ্রী সেলসিয়াস
ঘ. ৭ ডিগ্রী সেলসিয়াস
উত্তরঃ
 

36. আট বাহুবিশিষ্ট সুষম বহুভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে ---
ক. ৪৫ ডিগ্রী
খ. ৬০ ডিগ্রী
গ. ৮০ ডিগ্রী
ঘ. ১০০ ডিগ্রী
উত্তরঃ
 
37. ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর ---
ক. সমান হবে
খ. দ্বিগুণ হবে
গ. অর্ধেক হবে
ঘ. এক তৃতীয়াংশ হবে
উত্তরঃ
 
38. কোন পরীক্ষায় ৪০% পরীক্ষার্থী ইংরেজিতে, ২৫% গণিতে এবং ১৫% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
ক. ৩০
খ. ৩৫
গ. ৪০
ঘ. ৫০
উত্তরঃ
 
39. ১, ৪, ১৩, ৪০ ------ধারাটির পরবর্তী পদ কত?
ক. ৩৯
খ. ৮১
গ. ১২১
ঘ. ৩৬৩
উত্তরঃ
 
40. ২, ৬, ১০, ১৪ ------ ধারাটির ৭ম পদ কত?
ক. ২২
খ. ২৬
গ. ২৮
ঘ. ৩০
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question