Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- শাপলা- ০৯.১২.২০১১
 
21. কচুরীপানা পানিতে ভাসে ---
ক. শিকড় লম্বা বলে
খ. কাণ্ড ফাঁপা বলে
গ. পাতাগুলো ছাড়ানো বলে
ঘ. সবগুলোই ঠিক
উত্তরঃ
 
22. নিচের কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় --
ক. নির্গমন মুখ
খ. যুক্তি বর্তনী
গ. স্মৃতি
ঘ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
উত্তরঃ
 
23. "হয় রওনা হও, নতুবা গাড়িতে ওঠ" --এটি কোন ধরনের বাক্য?
ক. সরল বাক্য
খ. যৌগিক বাক্য
গ. জটিল বাক্য
ঘ. মিশ্র বাক্য
উত্তরঃ
 
24. সূর্যে শক্তি উৎপন্ন হয় ---
ক. পরমাণুর ফিশন পদ্ধতিতে
খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ. রাসায়ানিক বিক্রিয়ার ফলে
ঘ. তেজস্ক্রিয়তার ফলে
উত্তরঃ
 
25. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ ---
ক. কম হয়
খ. বেশি হয়
গ. একই হয়
ঘ. খুব কম হয়
উত্তরঃ
 

26. মিয়ানমার ও বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কি?
ক. কর্ণফুলি
খ. নাফ
গ. মাতামুহুরী
ঘ. সাঙ্গু
উত্তরঃ
 
27. নাড়ির স্পন্দন প্রবাহিত হয় ---
ক. ধমনীর ভিতর দিয়ে
খ. শিরার ভিতর দিয়ে
গ. স্নায়ুর ভিতর দিয়ে
ঘ. ল্যাকটিয়ালের ভিতর দিয়ে
উত্তরঃ
 
28. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
ক. ২০ জোড়া
খ. ২১ জোড়া
গ. ২২ জোড়া
ঘ. ২৩ জোড়া
উত্তরঃ
 
29. কোনটি অপুষ্পক উদ্ভিদ নয়?
ক. ক্লোরেলা
খ. শিমুল
গ. নস্টক
ঘ. ব্যাঙের ছাতা
উত্তরঃ
 
30. ভূমির অবস্থা ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয়?
ক. দুই ভাগ
খ. তিন ভাগ
গ. চার ভাগ
ঘ. পাঁচ ভাগ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question