Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- শাপলা- ০৯.১২.২০১১
 
11. মহামুনি বিহার কোথায়?
ক. জামালপুরের দেওয়ানগঞ্জে
খ. সিলেটের হবিগঞ্জে
গ. চট্টগ্রামের রাউজান
ঘ. দিনাজপুরের ফুলবাড়ি
উত্তরঃ
 
12. শাপলা চত্বরের স্থপতি --
ক. আজিজুল জলিল পাশা
খ. নিতুন কুণ্ডু
গ. শামীম শিকদার
ঘ. মোস্তফা মনোয়ার
উত্তরঃ
 
13. পাট কোন দেশের প্রধান শিল্প?
ক. ভারত
খ. মিশর
গ. বাংলাদেশ
ঘ. যুক্তরাজ্য
উত্তরঃ
 
14. পৃথিবীর সবচেয়ে বেশি স্বর্ণ উত্তোলিত হয় ---
ক. রাশিয়া
খ. অস্ট্রেলিয়া
গ. চীন
ঘ. কানাডা
উত্তরঃ
 
15. উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত করেছে ---
ক. বেরিং প্রণালী
খ. পানামা যোজক
গ. গ্রেট লেকস্
ঘ. ফ্লোরিডা প্রণালী
উত্তরঃ
 

16. যমুনা নদী কোথায় পতিত হয়েছে ?
ক. পদ্মা
খ. বুড়িগঙ্গা
গ. ব্রহ্মপুত্র
ঘ. মেঘনা
উত্তরঃ
 
17. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
ক. ট্রপিক অব ক্যাপিকর্ন
খ. ট্রপিক অব ক্যানসার
গ. ইকুয়েটর
ঘ. আর্কটিক সার্কেল
উত্তরঃ
 
18. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
ক. ১৯টি
খ. ৯টি
গ. ৮টি
ঘ. ১১টি
উত্তরঃ
 
19. ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি ---
ক. কেন্দ্রে
খ. উপকেন্দ্রে
গ. ভূ-অভ্যন্তরে
ঘ. উপকেন্দ্রের চারপাশে
উত্তরঃ
 
20. পৃথিবীর নিকটতম গ্রহ ---
ক. শুক্র
খ. বৃহস্পতি
গ. বুধ
ঘ. মঙ্গল
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question