Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- টগর- ০৯.১২.২০১১
 
71. বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
ক. পাঁচ
খ. সাত
গ. আট
ঘ. দশ
উত্তরঃ
 
72. বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে?
ক. চারটি
খ. তিনটি
গ. দুটি
ঘ. একটি
উত্তরঃ
 
73. কোন সালে ভারতে বাবরী মসজিদ ভাঙ্গা হয়?
ক. ১৯৯৫
খ. ১৯৯৪
গ. ১৯৯৩
ঘ. ১৯৯২
উত্তরঃ
 
74. কোনটি ক্ষুদ্রতম?
ক. সেন্টিমিটার
খ. ডেসিমিটার
গ. হেকটোমিটার
ঘ. কিলোমিটার
উত্তরঃ
 
75. কোন প্রতিষ্ঠান সুন্দরবনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' হিসেবে স্বীকৃতি দিয়েছে?
ক. UNDP
খ. UNICEF
গ. UNESCO
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 

76. 'ট্রাফালগার স্কোয়ার' কোন শহরে অবস্থিত?
ক. ওয়াশিংটন
খ. প্যারিস
গ. মস্কো
ঘ. লন্ডন
উত্তরঃ
 
77. কোন ধরনের ভিটামিন দাঁত ও হাড়ের জন্য প্রয়োজন?
ক. ভিটামিন এ
খ. ভিটামিন বি
গ. ভিটামিন সি
ঘ. ভিটামিন ডি
উত্তরঃ
 
78. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় ----
ক. লাল আলোতে
খ. নীল আলোতে
গ. সবুজ আলোতে
ঘ. বেগুনি আলোতে
উত্তরঃ
 
79. ঐতিহাসিক ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?
ক. ১৯৭০ সালে
খ. ১৯৬৭ সালে
গ. ১৯৬৬ সালে
ঘ. ১৯৬৫ সালে
উত্তরঃ
 
80. কোনটি জৈব সার নয়?
ক. সবুজ সার
খ. গোবর সার
গ. কম্পোষ্ট সার
ঘ. ইউরিয়া সার
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question