Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- টগর- ০৯.১২.২০১১
 
31. যদি ১২ জন পুরুষ অথবা ১৮ জন মহিলা কাজ করে ১৪ দিন, তাহলে ৮ জন পুরুষ এবং ১৬ জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে?
ক. ৫ দিন
খ. ৬ দিন
গ. ৭ দিন
ঘ. ৯ দিন
উত্তরঃ
 
32. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেল থাকাকালীন পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত?
ক. ৮ কেজি
খ. ১০ কেজি
গ. ১২ কেজি
ঘ. ১৪ কেজি
উত্তরঃ
 
33. ১০ বছর আগে A-এর বয়স ছিল B-এর বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
ক. ২০ বছর
খ. ২৫ বছর
গ. ৩৫ বছর
ঘ. ৪৫ বছর
উত্তরঃ
 
34. ক ও খ-এর বেতনের অনুপাত ৭ : ৫। ক,খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত?
ক. ৯০০ টাকা
খ. ১০০০ টাকা
গ. ১১০০ টাকা
ঘ. ১৬০০ টাকা
উত্তরঃ
 
35. ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করল?
ক. ৮০%
খ. ৭০%
গ. ৬৫%
ঘ. ৬০%
উত্তরঃ
 

36. ৮৪, ৪০, ১৮ এর পরবর্তী সংখ্যাটি কত?
ক. ১৬
খ. ১২
গ.
ঘ.
উত্তরঃ
 
37. ৭, ১০, ১৬, ২৮, ৫২, ----- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক. ১০০
খ. ১০৪
গ. ১৩০
ঘ. ১৫২
উত্তরঃ
 
38. 'নায়াগ্রা জলপ্রপাত' কোথায় অবস্থিত?
ক. এশিয়া
খ. উত্তর আমেরিকা
গ. আফ্রিকা
ঘ. দক্ষিণ আমেরিকা
উত্তরঃ
 
39. পৃথিবীতে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড নিঃসরণকারী দেশ ---
ক. জাপান
খ. যুক্তরাজ্য
গ. যুক্তরাষ্ট্র
ঘ. জার্মানি
উত্তরঃ
 
40. 'দারফুর' কোথায় অবস্থিত?
ক. কঙ্গো
খ. নাইজেরিয়া
গ. জিম্বাবুয়ে
ঘ. সুদান
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question