Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- টগর- ০৯.১২.২০১১
 
21. 'হাতের পাঁচ' -এর সঠিক অর্থ কোনটি?
ক. নিকট জন
খ. পরমাত্মীয়
গ. বন্ধু
ঘ. শেষ সম্বল
উত্তরঃ
 
22. 'ঔদ্ধত্য' -এর বিপরীতার্থক শব্দ ---
ক. স্তব্ধ
খ. বিনয়
গ. গম্ভীর
ঘ. মাথা নত করা
উত্তরঃ
 
23. টাকায় ৪টি করে লিচু কিনে ৫টা করে বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
ক. ২০%
খ. ১৫%
গ. ৩০%
ঘ. ২৫%
উত্তরঃ
 
24. ৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?
ক. ৬০ টাকা
খ. ৬২ টাকা
গ. ৭২ টাকা
ঘ. ৭৫ টাকা
উত্তরঃ
 
25. পিতা ও তিন পুত্রের বয়স অপেক্ষা মাতা ও উত্ত তিন পুত্রের বউওসের গড় বছর কম । মাতার বয়স ৩০ বছর হলে পিতার বয়স কত ?
ক. বছর
খ. ৩০বছর
গ. বছর
ঘ. ৩৬ বছর
উত্তরঃ
 

26. ১৫ জন ছাত্রের গড় বয়স ২৯ বছর। তাদের আবার দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জন ছাত্রের বয়সের গড় কত হবে?
ক. ২৫ বছর
খ. ২৬ বছর
গ. ২৭ বছর
ঘ. ২৮ বছর
উত্তরঃ
 
27. কোন ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটি--
ক. বিষমবাহু
খ. সমদ্বিবাহু
গ. সমবাহু
ঘ. সমকোণী
উত্তরঃ
 
28. একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুটি কি কোণ?
ক. সন্নিহিতকোণ
খ. সরলকোণ
গ. সূক্ষ্মকোণ
ঘ. পূরককোণ
উত্তরঃ
 
29. p+1p=5 হলে p3+1p3=কত ?
ক. 100
খ. 105
গ. 115
ঘ. 110
উত্তরঃ
 
30. a+b=12 এবং ab=35 হলে a2+b2এর মান কত হলে ?
ক. 4
খ. 49
গ. 74
ঘ. 214
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question