Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- গোলাপ- ০৯.১২.২০১১
 
71. কমনওয়েলথ গেমস কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
ক. ২ বছর
খ. ৩ বছর
গ. ৪ বছর
ঘ. ৫ বছর
উত্তরঃ
 
72. বাংলাদেশের কোন নেতা কলকাতা করপোরেশনের মেয়র ছিলেন?
ক. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
খ. শের-এ বাংলা এ কে ফজলুল হক
গ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ঘ. এদের কেউই নন
উত্তরঃ
 
73. কতজন নারী বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন?
ক. ৫ জন
খ. ৪ জন
গ. ৩ জন
ঘ. ২ জন
উত্তরঃ
 
74. 'আই এম এফ' এর সদর দফতর কোথায় অবস্থিত?
ক. ওয়াশিংটন ডি সি
খ. নিউইয়র্ক
গ. জেনেভা
ঘ. লন্ডন
উত্তরঃ
 
75. নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. কার্বন-ডাই-অক্সাইড
ঘ. হিলিয়াম
উত্তরঃ
 

76. ইতিহাস বিখ্যাত 'ট্রয় নগরী' কোথায়?
ক. ইটালীতে
খ. গ্রীসে
গ. তুরস্কে
ঘ. স্পেনে
উত্তরঃ
 
77. চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯৯৯ সালে
খ. ১৯১৫ সালে
গ. ১৯২১ সালে
ঘ. ১৯৩০ সালে
উত্তরঃ
 
78. যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেয়া হয় তখন তার ওজন ---
ক. বাড়ে
খ. কমে
গ. অর্ধেক হয়
ঘ. একই থাকে
উত্তরঃ
 
79. কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়?
ক. এনোফিলিস
খ. এডিস
গ. কিউলেক্স
ঘ. স্ত্রী এনোফিলিস
উত্তরঃ
 
80. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ ---
ক. ৭৭ সেমি
খ. ৭.৬ সেমি
গ. ৭২ সেমি
ঘ. ৭৬ সেমি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question