Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- গোলাপ- ০৯.১২.২০১১
 
41. পৃথিবী থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল ---
ক. অপরিবর্তীত থাকে
খ. কমে যায়
গ. বেশি হয়
ঘ. প্রথমে কমে, পরে বাড়ে
উত্তরঃ
 
42. ধ্রুবতারা দেখা যায় ---
ক. পূর্ব গোলার্ধে
খ. পশ্চিম গোলার্ধে
গ. উত্তর গোলার্ধে
ঘ. সব গোলার্ধে
উত্তরঃ
 
43. হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় ----
ক. প্রতি একশত বছর পর পর
খ. আশি বছর পর পর
গ. দুইশত বছর পর পর
ঘ. ছিয়াত্তর বছর পর পর
উত্তরঃ
 
44. চট্টগ্রাম গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল ও শীতকালে উষ্ণ থাকে ---
ক. মৌসুমি বায়ুর প্রভাবে
খ. সামুদ্রিক বায়ুর প্রভাবে
গ. স্থল বায়ুর প্রভাবে
ঘ. আয়ন বায়ুর প্রভাবে
উত্তরঃ
 
45. উপকূলে কোনো একটি স্থানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো---
ক. প্রায় ৪২ ঘণ্টা
খ. প্রায় ২৪ ঘণ্টা
গ. প্রায় ৬ ঘণ্টা
ঘ. চাঁদের তিথি অনুসারে ভিন্ন
উত্তরঃ
 

46. কোনটিকে বলা হয় 'নিশীথ সূর্যের দেশ'?
ক. সুইডেন
খ. ফ্রান্স
গ. নরওয়ে
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
47. কোন ভিটামিনের অভাবে 'রাতকানা' রোগ হয়?
ক. ভিটামিন 'ই'
খ. ভিটামিন 'এ'
গ. ভিটামিন 'বি'
ঘ. ভিটামিন 'ডি'
উত্তরঃ
 
48. বাংলাদেশে বছরের দীর্ঘতম দিন ---
ক. ২২ জুলাই
খ. ২০ জুন
গ. ২২ জুন
ঘ. ২৪ জুন
উত্তরঃ
 
49. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
ক. যশোর
খ. রংপুর
গ. রাজশাহী
ঘ. ফরিদপুর
উত্তরঃ
 
50. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. মহানন্দা
খ. করতোয়া
গ. ব্রহ্মপুত্র
ঘ. যমুনা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question