Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- গোলাপ- ০৯.১২.২০১১
 
31. কোনো পুস্তকের ৯৬ পৃষ্ঠা পড়বার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
ক. ১৮৫ পৃষ্ঠা
খ. ১৫৬ পৃষ্ঠা
গ. ২৫০ পৃষ্ঠা
ঘ. ৩২০ পৃষ্ঠা
উত্তরঃ
 
32. এক খণ্ড জমির ৩/৮ অংশের মূল্য ৩৭৫ টাকা হলে ঐ জমির ১/৫ অংশের দাম কত?
ক. ৩২৫ টাকা
খ. ২৫০ টাকা
গ. ২০০ টাকা
ঘ. ৪০০ টাকা
উত্তরঃ
 
33. কয়লার দাম ২৫% বৃদ্ধি পেয়েছে। কোনো পরিবার যদি কয়লার জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে কয়লার ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে।
ক. ২২%
খ. ১৯%
গ. ১০%
ঘ. ২০%
উত্তরঃ
 
34. ১৬ : ২৫ অনুপাতের উভয় পদ থেকে কত বিয়োগ করলে অনুপাতের মান ১/২ হবে?
ক. ১৩
খ. ১১
গ.
ঘ.
উত্তরঃ
 
35. ২ বছর আগে বাবার বয়স পুত্রের বয়সের ১৪ গুণ। দুই বছর বাদে বাবার বয়স পুত্রের বয়সের চেয়ে ২৬ বছর বেশি হয়, তবে বাবা ও পুত্রের বয়সের অনুপাত কত হবে?
ক. ১৫ : ২
খ. ৩ : ৬
গ. ১ : ৪
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 

36. ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরবর্তী সংখ্যাটি কত?
ক. ৩৫
খ. ৩৮
গ. ৪২
ঘ. ৪৮
উত্তরঃ
 
37. নিম্নের ক্রমটির পরবর্তী সংখ্যা কত? ৫, ১৪, ৪০, ১১৭ ---
ক. ২৮০
খ. ৩০০
গ. ৩৪৭
ঘ. ৩৫১
উত্তরঃ
 
38. পৃথিবীর সবচাইতে বড় মহাসাগর ---
ক. অ্যান্টার্কটিক
খ. আটলান্টিক
গ. প্রশান্ত
ঘ. ভারত
উত্তরঃ
 
39. কোনটি 'পিংক সিটি' নামে পরিচিত?
ক. টোকিও
খ. দিল্লি
গ. বেইজিং
ঘ. জয়পুর
উত্তরঃ
 
40. সৌরজগতের বৃহত্তম গ্রহ ---
ক. বৃহস্পতি
খ. বুধ
গ. শনি
ঘ. পৃথিবী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question