Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- গোলাপ- ০৯.১২.২০১১
 
21. 'আগুন' এর প্রতিশব্দ নয় কোনটি?
ক. অনল
খ. বহ্নি
গ. পাবক
ঘ. কর
উত্তরঃ
 
22. 'চপল' এর বিপরীতার্থক শব্দ ---
ক. স্তব্ধ
খ. গম্ভীর
গ. অলৌকিক
ঘ. অবাস্তব
উত্তরঃ
 
23. কোনো একটি বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ক. ৬৫ টাকা
খ. ৭০ টাকা
গ. ৪৪ টাকা
ঘ. ৫০ টাকা
উত্তরঃ
 
24. কোনো একটি সামগ্রীর ক্রয়মূল্য বাজার দরের ৮০%। এতে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে?
ক. ৮% লাভ
খ. ৮% ক্ষতি
গ. ২৫% লাভ
ঘ. ২৫% ক্ষতি
উত্তরঃ
 
25. ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলির গড় কত?
ক. ৫০
খ. ৪৯.৫
গ. ৩৩
ঘ. ২৫
উত্তরঃ
 

26. কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ায় তাদের বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
ক. ৮ বছর
খ. ৯ বছর
গ. ১০ বছর
ঘ. ১১ বছর
উত্তরঃ
 
27. কোনো ত্রিভুজের তিন কোণের দ্বি খণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কি বলে?
ক. বহিঃকেন্দ্র
খ. ভরকেন্দ্র
গ. পরিকেন্দ্র
ঘ. অন্তঃকেন্দ্র
উত্তরঃ
 
28. কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?
ক. রম্বস
খ. বর্গক্ষেত্র
গ. আয়তক্ষেত্র
ঘ. ট্রাপিজিয়াম
উত্তরঃ
 
29. P- এর মান কত হলে 4x2-px+9একটি পূর্ণবর্গ হবে ?
ক. 12
খ. 16
গ. 10
ঘ. 9
উত্তরঃ
 
30. 9a2+16b2রাশিটির সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে ?
ক. 12ab
খ. 24ab
গ. 36ab
ঘ. 144ab
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question