Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- গোলাপ- ০৯.১২.২০১১
 
11. পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে কি বলে?
ক. উপসর্গ
খ. অনুসর্গ
গ. সমাস
ঘ. সন্ধি
উত্তরঃ
 
12. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. বাল্মিকী
খ. বাল্মিকি
গ. বাল্মীকি
ঘ. বাল্মীকী
উত্তরঃ
 
13. কোনটি বহুব্রীহি সমাস?
ক. সুপুরুষ
খ. দশানন
গ. সাদাকালো
ঘ. চৌরাস্তা
উত্তরঃ
 
14. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক. শারীরিক
খ. শারিরীক
গ. শারিরিক
ঘ. শারীরীক
উত্তরঃ
 
15. নিচের কোনটি নিত্য সমাস?
ক. ভালমন্দ
খ. বেয়াদব
গ. পঞ্চনদ
ঘ. দেশান্তর
উত্তরঃ
 

16. 'দশে মিলে করি কাজ' বাক্যে 'দশে' কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে ২য়া
খ. সম্প্রদান কারকে ৭মী
গ. কর্তৃকারকে ৭মী
ঘ. কর্তৃকারকে ৪র্থী
উত্তরঃ
 
17. 'পাতায় পাতায় পড়ে নিশির শিশির'--বাক্যে 'পাতায় পাতায় ' কোন কারকে কোন বিভক্তি?
ক. অধিকরণে ষষ্ঠী
খ. অধিকরণে ৭মী
গ. অপাদানে ষষ্ঠী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ
 
18. 'যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায়'-- এক কথায় ---
ক. মাধুকরী
খ. মধুকর
গ. অর্বাচীন
ঘ. অবিমৃষ্যকারী
উত্তরঃ
 
19. 'অকালে যাকে জাগরণ করা হয়' -- এক কথায় ---
ক. অকুতোভয়
খ. অনন্যসাধারণ
গ. অঘটন ঘটন পটিয়সী
ঘ. অকালবোধন
উত্তরঃ
 
20. 'গড্ডলিকা প্রবাহ' এর সঠিক অর্থ কোনটি?
ক. লণ্ড-ভণ্ড হওয়া
খ. স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
গ. অন্ধ অনুকরণ
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question