Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- জবা- ০৯.১২.২০১১
 
71. বাংলাদেশের কোন গ্যাসক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে?
ক. তিতাস
খ. বাখরাবাদ
গ. টেংরাটিলা
ঘ. পলাশ
উত্তরঃ
 
72. যমুনা ব্রীজের দৈর্ঘ্য ---
ক. ৪.৮ কিমি
খ. ৪.৫ কিমি
গ. ৪.২ কিমি
ঘ. ৫.১ কিমি
উত্তরঃ
 
73. পৃথিবীর সর্ববৃহৎ দ্বীপ কোনটি?
ক. জাপান
খ. অস্ট্রেলিয়া
গ. নিউজিল্যান্ড
ঘ. গ্রীনল্যান্ড
উত্তরঃ
 
74. 'আইএলও' এর সদর দফতর কোথায়?
ক. প্যারিস
খ. জেনেভা
গ. নিউইয়র্ক
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 
75. কোন সালে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?
ক. ১৯৪২
খ. ১৯৪৩
গ. ১৯৪৫
ঘ. ১৯৪৬
উত্তরঃ
 

76. 'বাকল্যান্ড বাঁধ' কোন নদীর তীরে অবস্থিত?
ক. বুড়িগঙ্গা
খ. শীতলক্ষ্যা
গ. ধলেশ্বরী
ঘ. গোমতী
উত্তরঃ
 
77. নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?
ক. ছোট কাটরা
খ. বড় কাটরা
গ. পরী বিবির মাজার
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
78. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
ক. ১৯৯৯
খ. ২০০০
গ. ২০০১
ঘ. ২০০২
উত্তরঃ
 
79. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
ক. যশোর
খ. গাজীপুর
গ. ময়মনসিংহ
ঘ. কোনাবাড়ি
উত্তরঃ
 
80. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে?
ক. ১৭ এপ্রিল ১৯৭১
খ. ২৬ মার্চ ১৯৭১
গ. ৬ ডিসেম্বর ১৯৭১
ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question