Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- জবা- ০৯.১২.২০১১
 
31. পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক ----
ক. ১০০ কোটি বছর আগে
খ. ১০ কোটি বছর আগে
গ. ১ কোটি বছর আগে
ঘ. ৫০ লক্ষ বছর আগে
উত্তরঃ
 
32. কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয় ---
ক. লৌহ বা আয়োডিন
খ. ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম
গ. ফসফরাস ও ক্লোরিন
ঘ. ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন
উত্তরঃ
 
33. স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হলো ---
ক. ০ ডিগ্রী সেন্টিগ্রেড
খ. ৪ ডিগ্রী সেন্টিগ্রেড
গ. ১০০ ডিগ্রী সেন্টিগ্রেড
ঘ. ২৬৩ ডিগ্রী কেলভিন
উত্তরঃ
 
34. দৃশ্যমান আলোর বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রঙের আলোর?
ক. সবুজ
খ. নীল
গ. বেগুনি
ঘ. লাল
উত্তরঃ
 
35. অধাতু কোনটি ---
ক. মার্কারি
খ. কার্বন
গ. পটাশিয়াম
ঘ. কপার
উত্তরঃ
 

36. শুষ্ক বরফ বলা হয় ---
ক. হিমায়িত কার্বন ডাইঅক্সাইডকে
খ. হিমায়িত অক্সিজেনকে
গ. ক্যালসিয়াম অক্সাইডকে
ঘ. হিমায়িত কার্বন মনোক্সাইডকে
উত্তরঃ
 
37. কম্পিউটারে ডাটা সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
ক. ডেসিমেল
খ. অকট্যাল
গ. হেক্সাডেসিমেল
ঘ. বাইনারী
উত্তরঃ
 
38. 'কবর' নাটকটির নাট্যকার কে?
ক. জসীমউদ্দীন
খ. মুনীর চৌধুরী
গ. অক্ষয় কুমার
ঘ. কালীপ্রসন্ন সিংহ
উত্তরঃ
 
39. 'খোয়াবনামা' উপন্যাসের রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. শওকত ওসমান
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. সৈয়দ সামসুল হক
উত্তরঃ
 
40. 'মহাশ্মশান' মহাকাব্যটি কার রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. কায়কোবাদ
ঘ. মহাকবি আলাওল
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question