Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- জবা- ০৯.১২.২০১১
 
21. হিজরী সন গণনা শুরু হয় কোন সালে?
ক. ৬০২ সালে
খ. ৬১৪ সালে
গ. ৬২২ সালে
ঘ. ৬২৪ সালে
উত্তরঃ
 
22. এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে---
ক. মূল মধ্যরেখা
খ. কর্কটক্রান্তি
গ. বিষুবরেখা
ঘ. মকর ক্রান্তি
উত্তরঃ
 
23. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
ক. কামরুল হাসান
খ. সৈয়দ মঈনুল হোসেন
গ. শিল্পী জয়নুল আবেদীন
ঘ. আলতাফ মাহমুদ
উত্তরঃ
 
24. বাংলা নবরর্ষ (বৈশাখ থেকে শুরু) প্রবর্তনকারী কে?
ক. সুলতান মাহমুদ
খ. লক্ষণ সেন
গ. শেরশাহ
ঘ. আকবর
উত্তরঃ
 
25. কোন ইউরোপীয় দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
ক. যুক্তরাজ্য
খ. স্পেন
গ. ফ্রান্স
ঘ. পোল্যান্ড
উত্তরঃ
 

26. 'ওয়াল স্ট্রীট' কোন শহরে অবস্থিত?
ক. ডালাস
খ. লন্ডন
গ. নিউইয়র্ক
ঘ. হংকং
উত্তরঃ
 
27. উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?
ক. নাটোরে
খ. রাজশাহীতে
গ. সৈয়দপুরে
ঘ. ঠাকুরগাঁয়ে
উত্তরঃ
 
28. ক্ষমতার একক হলো ---
ক. ক্যালরি
খ. ওয়াট
গ. জুল
ঘ. নিউটন
উত্তরঃ
 
29. 'সিএফসি' কি ক্ষতি করে?
ক. বায়ুর তাপ বৃদ্ধি করে
খ. এসিড বৃষ্টিপাত ঘটায়
গ. ওজোন স্তর ধ্বংস করে
ঘ. রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
উত্তরঃ
 
30. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে?
ক. ১৬ ডিসেম্বর
খ. ২৬ মার্চ
গ. ৭ মার্চ
ঘ. ২ মার্চ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question