Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- সুরমা- ২৪.০২.২০১২
 
61. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ
 
62. কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম?
ক. দস্তা
খ. সীসা
গ. লোহা
ঘ. পারদ
উত্তরঃ
 
63. পানিতে কার্বন ডাই-অক্সাইডের দ্রবণকে বলা হয় ---
ক. সোডা ওয়াটার
খ. মিল্ক অব লাইম
গ. ওয়াটার গ্যাস
ঘ. মার্ক পারহাইড্রল
উত্তরঃ
 
64. 'হার্ডডিস্ক' মাপার একক হল ----
ক. মেগাবাইট
খ. গিগাবাইট
গ. কিলোবাইট
ঘ. টেরাবাইট
উত্তরঃ
 
65. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার হয়?
ক. এনড্রোজেন
খ. এস্ট্রোজেন
গ. ইনসুলিন
ঘ. থাইরক্সিন
উত্তরঃ
 

66. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
ক. ১৮ ভাগ
খ. ২২ ভাগ
গ. ২৫ ভাগ
ঘ. ২৯ভাগ
উত্তরঃ
 
67. আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে?
ক. ৪%
খ. ৫%
গ. ৭%
ঘ. ৮%
উত্তরঃ
 
68. পেট্রোলের আগুন পানি দ্বারা নেভানো যায় না, কারণ ---
ক. পেট্রোলের সাথে পানি মিশে যায়
খ. পেট্রোল পানির সাথে মিশে না
গ. পেট্রোল পানির চেয়ে হালকা
ঘ. খ ও গ উভয়ই ঠিক
উত্তরঃ
 
69. আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম ---
ক. ধ্রুব নক্ষত্র
খ. লুব্ধক
গ. সুরনদী
ঘ. প্রক্সিমা সেন্টারাই
উত্তরঃ
 
70. চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের ---
ক. ৬ ভাগের ১ ভাগ
খ. চেয়ে কম
গ. চেয়ে বেশি
ঘ. সমান
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question