Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- সুরমা- ২৪.০২.২০১২
 
51. চাঁদের মাটিতে প্রথম পা রাখেন কে?
ক. মাইকেল কলিন্স
খ. ইউরি গ্যাগারিন
গ. নীল আর্মস্ট্রং
ঘ. এডুইন অলড্রিন
উত্তরঃ
 
52. খাদ্যের কোন উপাদান রক্তের হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে?
ক. আমিষ
খ. শর্করা
গ. স্নেহ
ঘ. ভিটামিন
উত্তরঃ
 
53. প্রোটিনের মূল উপাদান কী?
ক. অক্সিজেন
খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন
ঘ. কার্বন
উত্তরঃ
 
54. এইচআইভি কী?
ক. ব্যাকটেরিয়া
খ. সায়ানো ব্যাকটেরিয়া
গ. ভাইরাস
ঘ. ছত্রাক
উত্তরঃ
 
55. এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা?
ক. অল্পবয়সী ছেলেমেয়েরা
খ. অল্পবয়সী মেয়েরা
গ. অল্পবয়সী ছেলেরা
ঘ. বৃদ্ধ-বৃদ্ধারা
উত্তরঃ
 

56. কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হয়?
ক. ভিটামিন 'বি'
খ. ভিটামিন 'সি'
গ. ভিটামিন 'ডি'
ঘ. ভিটামিন 'কে'
উত্তরঃ
 
57. 'মিষ্টি কুমড়া' কোন ধরনের খাদ্য?
ক. শ্বেতসার
খ. আমিষ
গ. স্নেহ
ঘ. ভিটামিন
উত্তরঃ
 
58. দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধনের জন্য কোন উপাদানটি দরকার?
ক. শ্বেতসার
খ. আমিষ
গ. স্নেহ
ঘ. খনিজ লবণ
উত্তরঃ
 
59. 'মঙ্গল' গ্রহের কয়টি উপগ্রহ আছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. কোন উপগ্রহ নাই
উত্তরঃ
 
60. বাংলাদেশ সরকার কবে 'পলিথিন ব্যবহার নিষিদ্ধ' আইন প্রণয়ন করে?
ক. ১৯৯৮ সালে
খ. ২০০০ সালে
গ. ২০০২ সালে
ঘ. ২০০৪ সালে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question