Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- সুরমা- ২৪.০২.২০১২
 
31. a-1a=3 হলে, a3-1a3 এর মান হবে-
ক. 18
খ. 24
গ. 36
ঘ. 42
উত্তরঃ
 
32. x2-y2+2y-1 এর একটি উৎপাদক-
ক. x+y+1
খ. x+y-1
গ. x-y-1
ঘ. x-2y+1
উত্তরঃ
 
33. যদি ১২ জন শ্রমিক ৪ দিনে টাকা ২৮৮০ আয় করে, তবে ৮ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা আয় করবে?
ক. ৩ দিনে
খ. ৪ দিনে
গ. ৫ দিনে
ঘ. ৬ দিনে
উত্তরঃ
 
34. লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ২০ কিমি ও ৪ কিমি। নদী পথে ৯৬ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে সময় লাগবে---
ক. ৬ ঘণ্টা
খ. ৮ ঘণ্টা
গ. ১০ ঘণ্টা
ঘ. ১২ ঘণ্টা
উত্তরঃ
 
35. একজন লোক সপ্তাহে ৫০০০ টাকা আয় করেন এবং ৪৫০০ টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে ---
ক. ৯ : ১
খ. ১ : ৯
গ. ১০ : ৯
ঘ. ৫ : ১
উত্তরঃ
 

36. ৩৫ লিটার অকটেন-পেট্রোল মিশ্রণে, পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৪ : ৫ হবে?
ক. ৮ লিটার
খ. ১০ লিটার
গ. ১২ লিটার
ঘ. ১৫ লিটার
উত্তরঃ
 
37. নিচের ভগ্লাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
ক. ৩/৪
খ. ৪/৯
গ. ৭/৯
ঘ. ৯/১৩
উত্তরঃ
 
38. .×.×..×.×. এর মান কত ?
ক. ০.১
খ. ০.০১
গ. ০.০০১
ঘ. ১০
উত্তরঃ
 
39. একটি গ্রামের লোকসংখ্যা ৬% হারে বর্ধিত হয়ে ১৪৮৪ হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
ক. ১৩৫০
খ. ১৪০০
গ. ১৪৪০
ঘ. ১৪৬০
উত্তরঃ
 
40. বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে ---
ক. ১৩ সেমি
খ. ১৪ সেমি
গ. ১২ সেমি
ঘ. ১৫ সেমি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question