Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- সুরমা- ২৪.০২.২০১২
 
1. আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়। পঙ্ক্তিটি কোন কবির রচনা?
ক. মোজাম্মেল হক
খ. গোলাম মোস্তফা
গ. সুফিয়া কামাল
ঘ. জসীমউদ্দীন
উত্তরঃ
 
2. কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত?
ক. আবদুল্লাহ
খ. চিলেকোঠার সেপাই
গ. দেনাপাওনা
ঘ. কেরী সাহেবের মুনশী
উত্তরঃ
 
3. 'অয়োময়' নাটকটির রচয়িতা কে?
ক. হুমায়ুন আহমেদ
খ. আবদুল্লাহ আল মামুন
গ. জহির রায়হান
ঘ. রশীদ হায়দার
উত্তরঃ
 
4. 'কোনোভাবেই যা নিবারণ করা যায় না।' --এক কথায় কী হবে?
ক. অনিবার্য
খ. অনন্যোপায়
গ. অদম্য
ঘ. অসম্ভব
উত্তরঃ
 
5. 'যা অধ্যয়ন করা হয়েছে।' --এক কথায় কী হবে?
ক. পঠিত
খ. অধীত
গ. অধ্যয়িত
ঘ. অধ্যায়িত
উত্তরঃ
 

6. কোন বানানটি শুদ্ধ?
ক. নীরিক্ষণ
খ. নিরীক্ষন
গ. নিরীক্ষণ
ঘ. নীরীক্ষণ
উত্তরঃ
 
7. কোনটি শুদ্ধ বানান?
ক. স্বায়ত্তসাশন
খ. স্বায়ত্তসাশণ
গ. স্বায়ত্তশাসণ
ঘ. স্বায়ত্তশাসন
উত্তরঃ
 
8. "অহঙ্কার" পতনের মূল -- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ
 
9. নেহাল "অঙ্কে" খুব কাঁচা-- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী
খ. করণে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ
 
10. 'পদ্ধতি' শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি?
ক. পদ্ + হতি
খ. পৎ + হতি
গ. পদ্ + ধতি
ঘ. পৎ + ধতি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question