Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- পদ্মা- ২৪.০২.২০১২
 
71. হিজরী সন গণনা শুরু হয় ---
ক. ৬২৩ সাল থেকে
খ. ৬২২ সাল থেকে
গ. ৬১২ সাল থেকে
ঘ. ৬০২ সাল থেকে
উত্তরঃ
 
72. বাংলাদেশ স্টান্ডার্ড টাইম ও গ্রীনউইচ মান টাইম-এর মধ্যে পার্থক্য হল ---
ক. ১০ ঘণ্টা
খ. ৮ ঘণ্টা
গ. ৭ ঘণ্টা
ঘ. ৬ ঘণ্টা
উত্তরঃ
 
73. কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ?
ক. শ্রীলঙ্কা
খ. ভারত
গ. বাংলাদেশ
ঘ. পাকিস্তান
উত্তরঃ
 
74. WHO-এর সদর দফতর কোথায়?
ক. ইউএসএ
খ. ইতালি
গ. সুইজারল্যান্ড
ঘ. ফ্রান্স
উত্তরঃ
 
75. 'দুলাহাজরা' সাফারী পার্ক কোথায় অবস্থিত?
ক. বরিশাল
খ. কক্সবাজার
গ. রংপুর
ঘ. সিলেট
উত্তরঃ
 

76. মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য 'বীরশ্রেষ্ঠ' খেতাব কতজনকে দেয়া হয়?
ক. ৫ জন
খ. ১০ জন
গ. ৮ জন
ঘ. ৭ জন
উত্তরঃ
 
77. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে?
ক. কার্বন মনোক্সাইড
খ. কার্বন-ডাই-অক্সাইড
গ. নাইট্রিক অক্সাইড
ঘ. সালফার ডাইঅক্সাইড
উত্তরঃ
 
78. পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছিল?
ক. ১৮৫৭ সালে
খ. ১৮০৩ সালে
গ. ১৭৫৭ সালে
ঘ. ১৭৫৫ সালে
উত্তরঃ
 
79. বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত?
ক. খাগড়াছড়ি
খ. বান্দরবান
গ. রাঙ্গামাটি
ঘ. কুমিল্লা
উত্তরঃ
 
80. ইন্দোনেশিয়া স্বাধীনতা লাভের পূর্বে কোন দেশের উপনিবেশ ছিল?
ক. ব্রিটেন
খ. পর্তুগাল
গ. হল্যান্ড
ঘ. নেদারল্যান্ড
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question