Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- পদ্মা- ২৪.০২.২০১২
 
61. সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি?
ক. বীরশ্রেষ্ঠ
খ. বীর বিক্রম
গ. বীর উত্তম
ঘ. বীর প্রতীক
উত্তরঃ
 
62. 'Vacant' শব্দের Synonym হচ্ছে --
ক. Busy
খ. Blank
গ. Engaged
ঘ. Employed
উত্তরঃ
 
63. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ---- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক. ১৫০
খ. ১০৫
গ. ১০১
ঘ. ৭৫
উত্তরঃ
 
64. .= কত?
ক. ০.০০০০০৯
খ. ০.০০০০৯
গ. ০.০০০৯
ঘ. ০.০০৯
উত্তরঃ
 
65. 'সৌভাগ্যের বিষয়' কথাটি কোন বাগধারা দিয়ে বঝানো হয়েছে?
ক. কেউকেটা
খ. শাপে বর
গ. ব্যাঙের আধুলি
ঘ. একাদশে বৃহস্পতি
উত্তরঃ
 

66. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?
ক. পেট্রোলিয়াম
খ. বায়োগ্যাস
গ. কয়লা
ঘ. প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ
 
67. মোডেমের মাধ্যমে কম্পিউটারের সাথে ----
ক. ইন্টারনেট লাইনের সংযোগ সাধন হয়
খ. টেলিভিশন লাইনের সংযোগ সাধন হয়
গ. টেলিফোন লাইনের সংযোগ সাধন হয়
ঘ. রেডিও লাইনের সংযোগ সাধন হয়
উত্তরঃ
 
68. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮৯৭ সালে
খ. ১৯০২ সালে
গ. ১৯২১ সালে
ঘ. ১৯৩২ সালে
উত্তরঃ
 
69. সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন ---
ক. জাহাঙ্গীরনগর
খ. জান্নাতাবাদ
গ. ইসলামাবাদ
ঘ. নাসিরাবাদ
উত্তরঃ
 
70. জিব্রালটার প্রণালী পৃথক করেছে ----
ক. ইটালী-সিসিলি
খ. আফ্রিকা-স্পেন
গ. ফ্রান্স-ব্রিটেন
ঘ. আমেরিকা-এশিয়া
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question