Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- পদ্মা- ২৪.০২.২০১২
 
51. পরিচলন বৃষ্টি হয় কোন অঞ্চলে?
ক. শীতপ্রধান অঞ্চলে
খ. নিরক্ষীয় অঞ্চলে
গ. মেরু অঞ্চলে
ঘ. নাতিশীতোষ্ণ অঞ্চলে
উত্তরঃ
 
52. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?
ক. পদ্মা
খ. মেঘনা
গ. ভৈরব
ঘ. পশুর
উত্তরঃ
 
53. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
ক. কালুরঘাট
খ. চট্টগ্রাম
গ. রাঙ্গামাটি
ঘ. হালুয়াঘাট
উত্তরঃ
 
54. কোন শহরকে মুসলমান, খ্রীস্টান, ইহুদী সকলেই পবিত্র জ্ঞান করে?
ক. মদীনা
খ. জেদ্দা
গ. জেরুজালেম
ঘ. বাগদাদ
উত্তরঃ
 
55. হ্যালীর ধূমকেতু আবির্ভূত হয় ----
ক. প্রতি ৮০ বছর পর পর
খ. প্রতি ৭৫ বছর পর পর
গ. প্রতি ২০০ বছর পর পর
ঘ. প্রতি ১০০ বছর পর পর
উত্তরঃ
 

56. প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. জাপান
ঘ. রাশিয়া
উত্তরঃ
 
57. বাংলাদেশের কোন বিজ্ঞানী 'কলিঙ্গ পুরস্কার' লাভের গৌরব অর্জন করেছেন?
ক. ড. আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীন
খ. ড. কুদরত-এ-খুদা
গ. ড. জগদীশ চন্দ্র বসু
ঘ. ড. কামাল উদ্দীন আহমদ
উত্তরঃ
 
58. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি?
ক. মৃত্যুদণ্ড
খ. সংবিধান
গ. সংসদ
ঘ. ফৌজদারী আইন
উত্তরঃ
 
59. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকারী হয়?
ক. ১৬ ডিসেম্বর, ১৯৭১
খ. ১০ এপ্রিল, ১৯৭২
গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
ঘ. ১০ এপ্রিল, ১৯৭১
উত্তরঃ
 
60. বাংলাদেশে কার উপর আদালতের এখতিয়ার নেই?
ক. বিচারপতি
খ. প্রধানমন্ত্রী
গ. সেনাপ্রধান
ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question