Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- পদ্মা- ২৪.০২.২০১২
 
41. যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে ---
ক. ক্রিয়া
খ. উপসর্গ
গ. বিভক্তি
ঘ. প্রত্যয়
উত্তরঃ
 
42. গ্রীন হাউজ ইফেক্ট বলতে কি বোঝায়?
ক. সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণে ঘাটতি
খ. প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা
গ. তাপ আটকা পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
ঘ. উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন
উত্তরঃ
 
43. আকাশ নীল দেখায় কেন?
ক. নীল সমুদ্রের প্রতিফলনের ফলে
খ. নীল আলোর বিক্ষেপন অপেক্ষাকৃত বেশি বলে
গ. নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য বেশি বলে
ঘ. নীল আলোর প্রতিফলন বেশি বলে
উত্তরঃ
 
44. কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে?
ক. শিম
খ. আম
গ. ধান
ঘ. সরিষা
উত্তরঃ
 
45. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে নিরাপদ রাখার জন্য আপনি কোন কাজটি করবেন?
ক. বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন
খ. বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন
গ. কোনো বড় গাছের নিচে আশ্রয় নিবেন
ঘ. গাড়ির মধ্যেই বসে থাকবেন
উত্তরঃ
 

46. কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড?
ক. কচ্ছপ
খ. সিল মাছ
গ. ক্যাটল ফিস
ঘ. হাঙ্গর
উত্তরঃ
 
47. অতি বেগুনী রশ্মি কোথা হতে আসে?
ক. চন্দ্র
খ. সূর্য
গ. বৃহস্পতি
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
48. মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ----
ক. ভৈরব বাজারে
খ. চাঁদপুরের কাছে
গ. গোয়ালন্দে
ঘ. নারায়ণগঞ্জে
উত্তরঃ
 
49. সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় ---
ক. আটগুণ
খ. চারগুণ
গ. তিনগুণ
ঘ. দ্বিগুণ
উত্তরঃ
 
50. শীতলক্ষ্যা নদী উৎপন্ন হয়েছে ---
ক. যমুনা নদী হতে
খ. মেঘনা নদী হতে
গ. পদ্মা নদী হতে
ঘ. ব্রহ্মপুত্র নদী হতে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question