Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- পদ্মা- ২৪.০২.২০১২
 
1. ১০ বছর আগে রহিমের বয়স ছিল করিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে তাদের বর্তমানে মোট বয়স কত?
ক. ৩৫ বছর
খ. ৪৫ বছর
গ. ৫৬ বছর
ঘ. ৬৩ বছর
উত্তরঃ
 
2. একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
ক. ২৪
খ. ২০
গ. ১৮
ঘ. ১৬
উত্তরঃ
 
3. এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৫০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ১০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে। তার মোটের উপর শতকরা কত লাভ হয়?
ক. ৫০ টাকা
খ. ৪৫ টাকা
গ. ৪০ টাকা
ঘ. ৩৫ টাকা
উত্তরঃ
 
4. কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
ক. ১৪০ টাকা
খ. ১৪৪ টাকা
গ. ১২৪ টাকা
ঘ. ১২০ টাকা
উত্তরঃ
 
5. নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হল। এটি ৬০.০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
ক. ২০০ টাকা
খ. ৩০০ টাকা
গ. ২৬০ টাকা
ঘ. ২২০ টাকা
উত্তরঃ
 

6. একটি চৌবাচ্চা তিনটি নল দিয়ে যথাক্রমে ১০, ১২ ও ১৫ ঘণ্টায় পূর্ণ হতে পারে। তিনটি নল এক সঙ্গে খুলে দিলে চৌবাচ্চার অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?
ক. ৬ ঘণ্টা
খ. ৪ ঘণ্টা
গ. ৩ ঘণ্টা
ঘ. ২ ঘণ্টা
উত্তরঃ
 
7. ঘণ্টায় ৫ কিমি বেগে চললে কোনো স্থানে পৌঁছাতে যে সময় লাগে, ঘণ্টায় ৬ কিমি বেগে চললে তার চেয়ে ৩০ মিনিট কম লাগে। স্থানটির দূরত্ব কত?
ক. ২৫ কিমি
খ. ২২ কিমি
গ. ২০ কিমি
ঘ. ১৫ কিমি
উত্তরঃ
 
8. কোনো শ্রেনীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
ক. ৮ বছর
খ. ৯ বছর
গ. ১০ বছর
ঘ. ১১ বছর
উত্তরঃ
 
9. ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত?
ক. ১৩ বছর
খ. ১৪ বছর
গ. ১৫ বছর
ঘ. ১৬ বছর
উত্তরঃ
 
10. 2x2+x-15এর উৎপাদক কোনটি ?
ক. (x-3)(2x-5)
খ. (x+3)(2x+5)
গ. (x+3)(2x-5)
ঘ. (x-3)(2x+5)
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question