Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- মেঘনা- ২৪.০২.২০১২
 
61. পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট মন্ত্রীসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
ক. এ কে ফজলুল হক
খ. মুহাম্মদ আলী
গ. ইস্কান্দার মীর্জা
ঘ. খাজা নাজীমউদ্দীন
উত্তরঃ
 
62. 'Abolish' শব্দের Synonym হচ্ছে --
ক. Perform
খ. Create
গ. Cancel
ঘ. Generate
উত্তরঃ
 
63. ১১, ১৫, ২৩, ৩৯ ------- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক. ৫২
খ. ৫৮
গ. ৬৫
ঘ. ৭১
উত্তরঃ
 
64. . = কত?
ক. ০.০২৫
খ. ০.০০২৫
গ. ০.০০০০২৫
ঘ. ০.০০০০০২৫
উত্তরঃ
 
65. 'কুল কাঠের আগুন' -এর প্রকৃত অর্থ কি?
ক. তীব্র জ্বালা
খ. কাঠের পুতুল
গ. কুপমণ্ডুক
ঘ. এলাহী কাণ্ড
উত্তরঃ
 

66. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় ---
ক. সূর্যগ্রহণ
খ. চন্দ্র গ্রহণ
গ. অমাবস্যা
ঘ. কোনটিই নয়
উত্তরঃ
 
67. 'কম্পিউটার বাগ' হলো ---
ক. হার্ডওয়্যার ও হার্ডওয়্যারের বহির্বিভাগের ভুল
খ. সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল
গ. হার্ডওয়্যারের অন্তর্নিহিত ভুল
ঘ. উপরের কোনোটিই নয়
উত্তরঃ
 
68. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে?
ক. ১৯৫৫ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯৫৩ সালে
উত্তরঃ
 
69. স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল ---
ক. তিনবার
খ. চারবার
গ. দুইবার
ঘ. একবার
উত্তরঃ
 
70. বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে ----
ক. বেরিং প্রণালী
খ. সান্দা প্রণালী
গ. মালাক্কা প্রণালী
ঘ. মেসিনা প্রণালী
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question