Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- মেঘনা- ২৪.০২.২০১২
 
51. পৃথিবীর সর্বত্র দিবারাত্র সমান হয় ---
ক. ২৩ জুন ও ২২ ডিসেম্বর
খ. ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
গ. ২৩ মার্চ ও ২২ সেপ্টেম্বর
ঘ. ২২ এপ্রিল ও ২৩ অক্টোবর
উত্তরঃ
 
52. বন্দর 'আব্বাস' কোন দেশের সমুদ্র বন্দর?
ক. মিশর
খ. ইরান
গ. জর্দান
ঘ. ইরাক
উত্তরঃ
 
53. 'ম্যাকমোহন' লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?
ক. পাকিস্তান -আফগানিস্তান
খ. চীন-তিব্বত
গ. ভারত-নেপাল
ঘ. ভারত-চীন
উত্তরঃ
 
54. মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. চাঁপাইনবাবগঞ্জ
খ. রাজশাহী
গ. বগুড়া
ঘ. কুমিল্লা
উত্তরঃ
 
55. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
ক. টোকিও
খ. ব্যাংকক
গ. ম্যানিলা
ঘ. সিঙ্গাপুর
উত্তরঃ
 

56. শিল্পী পাবলো পিকাসো কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. ইতালী
খ. স্পেন
গ. ফ্রান্স
ঘ. পর্তুগাল
উত্তরঃ
 
57. পূর্ববঙ্গ জমিদারী দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৫৪ সালে
উত্তরঃ
 
58. বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় কোন সালে?
ক. ১৯৮৬ সালে
খ. ১৯৮৩ সালে
গ. ১৯৮৪ সালে
ঘ. ১৯৮৫ সালে
উত্তরঃ
 
59. কোন আমলে বাংলা গজল ও সুফী সাহিত্য সৃষ্টি হয়?
ক. ইলিয়াস শাহী
খ. হোসেন শাহী
গ. মোগল
ঘ. সুলতানি
উত্তরঃ
 
60. বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে?
ক. অশোক
খ. শের শাহ
গ. আকবর
ঘ. মুহম্মদ বিন তুঘলক
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question