Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- মেঘনা- ২৪.০২.২০১২
 
41. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে ---
ক. ধাতু প্রত্যয়
খ. শব্দ প্রত্যয়
গ. কৃৎ প্রত্যয়
ঘ. তদ্ধিত প্রত্যয়
উত্তরঃ
 
42. 'সিএফসি' কি ক্ষতি করে?
ক. বায়ুর তাপ বৃদ্ধি করে
খ. ওজোন স্তর ধ্বংস করে
গ. এসিড বৃষ্টিপাত ঘটায়
ঘ. রক্তের অক্সিজেন পরিবহণ ক্ষমতা হ্রাস করে
উত্তরঃ
 
43. নিচের কোন উক্তিটি সঠিক?
ক. বায়ু একটি মিশ্র পদার্থ
খ. বায়ু একটি যৌগিক পদার্থ
গ. বায়ু একটি মৌলিক পদার্থ
ঘ. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়
উত্তরঃ
 
44. দেহকোষের পুনরুজ্জীবন ঘটানোর জন্য প্রয়োজন---
ক. শর্করা
খ. স্নেহ জাতীয় পদার্থ
গ. ভিটামিন
ঘ. প্রোটিন
উত্তরঃ
 
45. পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে?
ক. বাড়তে থাকে
খ. কমতে থাকে
গ. একই থাকে
ঘ. কম-বেশি হয়
উত্তরঃ
 

46. শূন্য মাধ্যমে নিচের ৩টি বস্তুকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
ক. পাথর
খ. সবকটি একসঙ্গে
গ. কাঠ
ঘ. পালক
উত্তরঃ
 
47. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র হচ্ছে ---
ক. সেক্সট্যান্ট
খ. ম্যানোমিটার
গ. সিসমোগ্রাফ
ঘ. ব্যারোমিটার
উত্তরঃ
 
48. ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
ক. কৈলাস
খ. বরাইল
গ. কাঞ্চন জঙ্গা
ঘ. গডউইন অস্টিন
উত্তরঃ
 
49. সূর্যের নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে সময় লাগে ---
ক. ২৫ ঘণ্টা
খ. ২৮ ঘণ্টা
গ. ২৫ বছর
ঘ. ২৫ দিন
উত্তরঃ
 
50. দক্ষিণ গোলার্ধে ও সূর্যের মধ্যে সবচেয়ে বেশি দূরত্ব হয় ---
ক. ১ ডিসেম্বর
খ. ১ জুলাই
গ. ২১ জুন
ঘ. ২৩ মার্চ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question