Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- মেঘনা- ২৪.০২.২০১২
 
31. কোনটি শুদ্ধ বানান?
ক. গনণা
খ. গণনা
গ. গণণা
ঘ. গণনা
উত্তরঃ
 
32. কোনটি শুদ্ধ বানান?
ক. গৃহিনী
খ. গৃহিনি
গ. গৃহীণী
ঘ. গৃহিণী
উত্তরঃ
 
33. সে "তোমাকে" ভয় পায় --- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্ম শূন্য
খ. অধিকরণে ২য়া
গ. অপাদানে ২য়া
ঘ. অপাদানে ৩য়া
উত্তরঃ
 
34. "তোমার" পূজার ছলে তোমায় ভুলেই থাকি --- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. সম্প্রদানে ৬ষ্ঠী
খ. কর্মে ৭মী
গ. সম্প্রদানে ৭মী
ঘ. অপাদানে ৬ষ্ঠী
উত্তরঃ
 
35. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
ক. প্রাদি সমাস
খ. নিত্য সমাস
গ. দ্বন্দ্ব সমাস
ঘ. অলুক সমাস
উত্তরঃ
 

36. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
ক. অলুক সমাস
খ. নিত্য সমাস
গ. প্রাদি সমাস
ঘ. উপপদ
উত্তরঃ
 
37. 'কেশ' এর সমার্থক শব্দ নয় ---
ক. কুন্তল
খ. চুল
গ. ললাট
ঘ. অলক
উত্তরঃ
 
38. 'নিরাকার' এর বিপরীতার্থক শব্দ ---
ক. সাকার
খ. আকার
গ. অদৃশ্য
ঘ. দৃশ্যমান
উত্তরঃ
 
39. কোন বাগধারা দ্বারা 'ভনিতা' বোঝানো হয়?
ক. গনেশ উল্টান
খ. গৌরচন্দ্রিকা
গ. কুপমণ্ডুক
ঘ. টইটুম্বুর
উত্তরঃ
 
40. 'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ ---
ক. অ + আর্চ
খ. অতি + চার্য
গ. আশ + চর্য
ঘ. আ + চর্য
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question