Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- মেঘনা- ২৪.০২.২০১২
 
1. পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক. ৫৬ বছর এবং ১৪ বছর
খ. ৩৬ বছর এবং ৯ বছর
গ. ৪০ বছর এবং ১০ বছর
ঘ. ৩২ বছর এবং ৮ বছর
উত্তরঃ
 
2. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কি কি?
ক. ৭ ও ১১
খ. ১২ ও ১৮
গ. ১০ ও ২৪
ঘ. ১০ ও ১৬
উত্তরঃ
 
3. কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
ক. ৭৭৫ জন
খ. ৬৫০ জন
গ. ৫০০ জন
ঘ. ৩৭৫ জন
উত্তরঃ
 
4. ১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে?
ক. ১৬০ টাকা
খ. ১৭০ টাকা
গ. ১৮৫ টাকা
ঘ. ১৯৫ টাকা
উত্তরঃ
 
5. প্রতিটি ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
ক. লাভ লোকসান কিছুই হয়নি
খ. ৯০০ টাকা
গ. ৩০০ টাকা
ঘ. ৬০০ টাকা
উত্তরঃ
 

6. একট বানর ১৩ মিটার উচু পিচ্ছিল বাঁশের উপর উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের উপর উঠবে?
ক. ১১ সেকেন্ড
খ. ১০ সেকেন্ড
গ. ৯ সেকেন্ড
ঘ. ৮ সেকেন্ড
উত্তরঃ
 
7. কোনো ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে?
ক. ১৫ দিন
খ. ২০ দিন
গ. ২৫ দিন
ঘ. ২৮ দিন
উত্তরঃ
 
8. ১৫ জনের কোনো কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে, কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে?
ক. ২০
খ. ১৫
গ. ৩০
ঘ. ৪০
উত্তরঃ
 
9. বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত হবে?
ক. ৪৫ বছর, ৯ বছর
খ. ২৫ বছর, ৫ বছর
গ. ৫০ বছর, ১০ বছর
ঘ. ৩৫ বছর, ৭ বছর
উত্তরঃ
 
10. p+1p=5 হলে p3+1p3= কত ?
ক. 100
খ. 110
গ. 115
ঘ. 120
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question