Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- যমুনা- ২৪.০২.২০১২
 
71. বদরের যুদ্ধ সংঘটিত হয় ---
ক. ৬২০ সালে
খ. ৬২২ সালে
গ. ৬২৪ সালে
ঘ. ৬২৬ সালে
উত্তরঃ
 
72. বুকার পুরস্কার হচ্ছে ---
ক. সাহিত্য পুরস্কার
খ. শান্তি পুরস্কার
গ. জনসংখ্যা পুরস্কার
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 
73. অস্ট্রেলিয়ার রাজধানী ---
ক. সিডনী
খ. ক্যানবেরা
গ. মেলবোর্ন
ঘ. পার্থ
উত্তরঃ
 
74. কোন প্রতিষ্ঠান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে?
ক. EU
খ. UNICEF
গ. UNHCR
ঘ. UNESCO
উত্তরঃ
 
75. সতীদাহ প্রথা রহিতকরণ আইন পাস করেন কে?
ক. লর্ড ক্যানিং
খ. লর্ড বেন্টিঙ্ক
গ. লর্ড রিপন
ঘ. লর্ড কার্জন
উত্তরঃ
 

76. মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
ক. ব্রিটেন
খ. পর্তুগাল
গ. ফ্রান্স
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তরঃ
 
77. ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল?
ক. ১৯৪০ সালে
খ. ১৯৪২ সালে
গ. ১৯৪৬ সালে
ঘ. ১৯৪৭ সালে
উত্তরঃ
 
78. জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?
ক. ৯০
খ. ৭৫
গ. ৭০
ঘ. ৬০
উত্তরঃ
 
79. বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?
ক. ফকির মজনু শাহ
খ. তিতুমীর
গ. দুদু মিয়া
ঘ. মীর কাশিম
উত্তরঃ
 
80. শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?
ক. আর্দ্রতার অভাবে
খ. রৌদ্রের অভাবে
গ. ভিটামিনের অভাবে
ঘ. স্নেহ জাতীয় পদার্থের অভাবে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question