Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- যমুনা- ২৪.০২.২০১২
 
41. প্রত্যয় কত প্রকার?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ
 
42. ইনসুলিন কি?
ক. এক ধরনের এনজাইম
খ. এক ধরনের হরমোন
গ. এক ধরনের কৃত্রিম অঙ্গ
ঘ. এক ধরনের অস্ত্র
উত্তরঃ
 
43. দুধে কোন ধরনের এসিড থাকে?
ক. সাইট্রিক এসিড
খ. অকজ্যালিক এসিড
গ. ল্যাকটিক এসিড
ঘ. কোনো এসিড থাকে না
উত্তরঃ
 
44. উদ্ভিদ কোষ হতে বাষ্পাকারে পানি বের হয়ে যাবার প্রক্রিয়াকে বলে ---
ক. ব্যাপন
খ. বাষ্পীভবন
গ. শ্বসন
ঘ. প্রস্বেদন
উত্তরঃ
 
45. শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয় ----
ক. ফুসফুস
খ. কিডনী
গ. হৃৎপিণ্ড
ঘ. যকৃত
উত্তরঃ
 

46. ক্রমশ ব্যারোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি কিসের ইঙ্গিত দেয়?
ক. ভাল আবহাওয়ার
খ. আসন্ন ঝড়ের
গ. বৃষ্টির সম্ভাবনা
ঘ. তাৎপর্যহীন
উত্তরঃ
 
47. কোন মাটিতে সমান পরিমাণে বালি, পলি ও কাদা থাকে?
ক. বেলে মাটি
খ. পলিমাটি
গ. দো-আঁশ মাটি
ঘ. এঁটেল মাটি
উত্তরঃ
 
48. বরেন্দ্রভূমি বলা হয় ---
ক. ময়নামতি ও লালমাই পাহাড়কে
খ. শালবন বিহারকে
গ. মধুপুর ও ভাওয়ালের গড়কে
ঘ. রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাঞ্চলকে
উত্তরঃ
 
49. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
ক. যমুনা
খ. করতোয়া
গ. পশুর
ঘ. মহানন্দা
উত্তরঃ
 
50. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
ক. প্যারিস
খ. মস্কো
গ. মিউনিখ
ঘ. লন্ডন
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question