Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- যমুনা- ২৪.০২.২০১২
 
31. কোনটি শুদ্ধ বানান?
ক. দধিচি
খ. দধিচী
গ. দধীচি
ঘ. দধীচী
উত্তরঃ
 
32. কোনটি শুদ্ধ বানান?
ক. ভাগীরথী
খ. ভাগিরথী
গ. ভাগীরথি
ঘ. ভাগিরথি
উত্তরঃ
 
33. "গুণহীনে" ত্যাগ কর --বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ৭মী
খ. অধিকরণে ৭মী
গ. সম্প্রদানে ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ
 
34. আমি কি ডরাই সখি ভিখারী "রাঘবে"?--বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে ২য়া
খ. অপাদানে ৭মী
গ. করণে ৭মী
ঘ. অপাদানে ৫মী
উত্তরঃ
 
35. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয় তার নাম কি?
ক. দ্বন্দ্ব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি
উত্তরঃ
 

36. পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে ----
ক. বহুব্রীহি সমাস
খ. দ্বন্দ্ব সমাস
গ. কর্মধারয় সমাস
ঘ. তৎপুরুষ সমাস
উত্তরঃ
 
37. 'তিমির' এর বিপরীতার্থক শব্দ ---
ক. আলো
খ. অন্ধকার
গ. কালো
ঘ. তিরস্কার
উত্তরঃ
 
38. 'পৃথিবী' এর সমার্থক শব্দ নয় --
ক. বসুন্ধরা
খ. ধরণী
গ. যামিনী
ঘ. অবনী
উত্তরঃ
 
39. কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়?
ক. সাত সতেরো
খ. সুখের পায়রা
গ. ষোল আনা
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
40. 'গবেষণা' এর সন্ধি বিচ্ছেদ ----
ক. গ + এষণা
খ. গো + ষণা
গ. গ + ষণা
ঘ. গো + এষণা
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question