Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- যমুনা- ২৪.০২.২০১২
 
1. ক ও খ এর বেতন অনুপাত ৭ : ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত?
ক. ৯০০ টাকা
খ. ১০০০ টাকা
গ. ১১০০ টাকা
ঘ. ১৬০০ টাকা
উত্তরঃ
 
2. সমানুপাতের দ্বিতীয় ও তৃতীয় রাশিকে বলে ---
ক. মধ্য রাশি
খ. প্রান্ত রাশি
গ. মিশ্র রাশি
ঘ. ক্রমিক রাশি
উত্তরঃ
 
3. চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমাল যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
ক. ৩০%
খ. ২৫%
গ. ২২%
ঘ. ২০%
উত্তরঃ
 
4. কোনো বই ৪০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
ক. ৫০ টাকা
খ. ৪৪ টাকা
গ. ৭০ টাকা
ঘ. ৬৫ টাকা
উত্তরঃ
 
5. এক ব্যক্তি চাল বিক্রয় করে দেখল যে, ২৫ কেজি চালের বিক্রয় মূল্য ২০ কেজি চালের ক্রয়মূল্যের সমান। তার শতকরা কত ক্ষতি হল?
ক. ১৫%
খ. ২০%
গ. ২৫%
ঘ. ৩০%
উত্তরঃ
 

6. দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একাকী কাজটি ১২ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?
ক. ২৪ দিন
খ. ২৬ দিন
গ. ২২ দিন
ঘ. ২০ দিন
উত্তরঃ
 
7. যদি ৫ টি বেড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ দিনে, তাহলে ১০০টা বেড়াল ১০০টা ইঁদুর ধরবে --
ক. ১ দিনে
খ. ৫ দিনে
গ. ২০ দিনে
ঘ. ১০০ দিনে
উত্তরঃ
 
8. ২থেকে শুরু করে পর পর পাঁচটি জোড় সংখ্যার গড় কত হবে?
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ
 
9. কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর। শিক্ষকসহ তাদের বয়সের গড় ১২ বছর হলে শিক্ষকের বয়স কত?
ক. ৩২ বছর
খ. ৪২ বছর
গ. ৬২ বছর
ঘ. ৫২ বছর
উত্তরঃ
 
10. 4x2-13x-12এর উৎপাদক কত ?
ক. (x-4)(4x+3)
খ. (2x-4)(2x-3)
গ. (2x-4)(2x+3)
ঘ. (2x+4)(2x-3)
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question