Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- করতোয়া- ২৪.০২.২০১২
 
71. পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি?
ক. জাভা
খ. গ্রীনল্যান্ড
গ. আইসল্যান্ড
ঘ. মাদাগাস্কার
উত্তরঃ
 
72. কোনো স্থানে সময় যখন শনিবার সকাল ১০টা তখন এর ১৮০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে ----
ক. শনিবার রাত্রি ১০টা
খ. শনিবার দুপুর ৪টা
গ. শুক্রবার রাত্রি ১০টা
ঘ. শনিবার ভোর ৪টা
উত্তরঃ
 
73. ১২ মাসে বছর ও ৩০ দিনে মাস এ গণনারীতি কাদের?
ক. আরবীয়দের
খ. মিশরীয়দের
গ. দাবিয়ুসের
ঘ. ক্যাম্বসেসের
উত্তরঃ
 
74. এ দেশের সরকারি কাজে 'ফারসি' ভাষা চালু করেন কে?
ক. হুসেন শাহ
খ. সম্রাট জাহাঙ্গীর
গ. রাজা টোডরমল
ঘ. ইংরেজরা
উত্তরঃ
 
75. আসাদ কবে শহীদ হন?
ক. ১৯৬৯ সালের ২০ জানুয়ারি
খ. ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি
গ. ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
ঘ. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
উত্তরঃ
 

76. মোঘল বংশের প্রতিষ্ঠাতা কে?
ক. বাবর
খ. হুমায়ুন
গ. শাহজাহান
ঘ. আকবর
উত্তরঃ
 
77. যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়?
ক. ১০ দফা
খ. ১৬ দফা
গ. ২১ দফা
ঘ. ২৬ দফা
উত্তরঃ
 
78. প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
ক. কাঠমুণ্ডু
খ. ঢাকা
গ. নয়াদিল্লী
ঘ. কলম্বো
উত্তরঃ
 
79. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ---
ক. ১৯৬০ সালে
খ. ১৯৬২ সালে
গ. ১৯৬৫ সালে
ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ
 
80. কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত?
ক. রাঙামাটির চন্দ্রঘোনায়
খ. সিলেটের ছাতকে
গ. পাবনার পাকশীতে
ঘ. কুষ্টিয়ার জগতিতে
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question