Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- করতোয়া- ২৪.০২.২০১২
 
61. কত সালে জাতিসংঘ গঠিত হয়?
ক. ১৯৪৩
খ. ১৯৪৪
গ. ১৯৪৫
ঘ. ১৯৪৬
উত্তরঃ
 
62. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় ----
ক. অক্সিজেন
খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন
ঘ. কার্বন
উত্তরঃ
 
63. সাধারণ তাপমাত্রায় কোন মৌলিক ধাতু তরল অবস্থায় থাকে?
ক. সীসা
খ. পারদ
গ. ক্যালসিয়াম
ঘ. লিথিয়াম
উত্তরঃ
 
64. কম্পিউটার হার্ডওয়্যার বলতে বোঝানো হয় ---
ক. স্মৃতি অংশ
খ. কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ. কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ঘ. শক্ত ধাতব অংশ
উত্তরঃ
 
65. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় সেটি হলো ----
ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।
খ. এই রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
গ. ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এই রোগ হয়
ঘ. এই রোগ মানবদেহের কিডনী বিনষ্ট করে
উত্তরঃ
 

66. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
ক. ১২ ভাগ
খ. ১৫.৮ ভাগ
গ. ১৯ ভাগ
ঘ. ২৫ ভাগ
উত্তরঃ
 
67. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে কম?
ক. বেলে মাটি
খ. এটেল মাটি
গ. দোআঁশ মাটি
ঘ. এর কোনোটিই নয়
উত্তরঃ
 
68. নিচের কোনটি জীবাশ্ম জ্বালানী নয়?
ক. কয়লা
খ. বায়োগ্যাস
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
69. সূর্যে শক্তি তৈরি হচ্ছে কোন প্রক্রিয়ায়?
ক. রাসায়নিক প্রক্রিয়ায়
খ. আণবিক শক্তি প্রক্রিয়ায়
গ. পারমাণবিক শক্তি প্রক্রিয়ায়
ঘ. বিদ্যুৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়
উত্তরঃ
 
70. পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল ---
ক. কমে যায়
খ. বেশি হয়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. কোনোটিই সঠিক নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question