Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- করতোয়া- ২৪.০২.২০১২
 
41. একটি সুষম পঞ্চভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে ---
ক. ৯০ ডিগ্রী
খ. ১১০ ডিগ্রী
গ. ১২০ ডিগ্রী
ঘ. ১০৮ ডিগ্রী
উত্তরঃ
 
42. একজন দোকানদার ৮% লাভে একটি জিনিস ৫৪ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত?
ক. ৪৮ টাকা
খ. ৫০ টাকা
গ. ৫২ টাকা
ঘ. ৪৬ টাকা
উত্তরঃ
 
43. কোনো পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজিতে, ১২% পরীক্ষার্থী গণিতে এবং ৯% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
ক. ৭৯ জন
খ. ৭৫ জন
গ. ৭৭ জন
ঘ. ৮২ জন
উত্তরঃ
 
44. ১ হতে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
ক. ২৭
খ. ২৮
গ. ৩০
ঘ. ৩১
উত্তরঃ
 
45. একজন মাঝি স্রোতের আনুকূলে ২ ঘণ্টায় ৫ মাইল যায় এবং ৪ ঘণ্টায় যাত্রাস্থানে ফিরে আসে । তার মোট ভ্রমণে প্রতি ঘণ্টায় গড়বেগ কত ?
ক.
খ.
গ.
ঘ.
উত্তরঃ
 

46. একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
ক. শূন্য
খ. অসীম
গ. ভূপৃষ্ঠের সমান
ঘ. ভূপৃষ্ঠ থেকে কম
উত্তরঃ
 
47. বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক কী?
ক. ওয়াট
খ. ওয়াট-ঘণ্টা
গ. কিলোওয়াট-ঘণ্টা
ঘ. কুলম্ব
উত্তরঃ
 
48. নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী?
ক. কার্বন-ডাই-অক্সাইড
খ. অক্সিজেন
গ. হাইড্রোজেন
ঘ. হিলিয়াম
উত্তরঃ
 
49. নিিষ্ক্রয় গ্যাস নয় ---
ক. অক্সিজেন
খ. নিয়ন
গ. হিলিয়াম
ঘ. আর্গন
উত্তরঃ
 
50. সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের?
ক. নেপাল
খ. পাকিস্তান
গ. ভুটান
ঘ. বাংলাদেশ
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question