Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- করতোয়া- ২৪.০২.২০১২
 
11. 'আমরণ' কোন সমাস (মরণ পর্যন্ত)?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. অব্যয়ীভাব
ঘ. বহুব্রীহি
উত্তরঃ
 
12. পূর্ব পদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে ---
ক. বহুব্রীহি সমাস
খ. দ্বন্দ্ব সমাস
গ. কর্মধারয় সমাস
ঘ. তৎপুরুষ সমাস
উত্তরঃ
 
13. 'উনপাঁজুরে' বাগধারাটির অর্থ কি?
ক. সৌভাগ্যবান
খ. হতভাগ্য
গ. সুসময়
ঘ. এর কোনোটি নয়
উত্তরঃ
 
14. কোনটি 'মেঘ' শব্দের সমার্থক শব্দ?
ক. বারিদ
খ. অম্বু
গ. অনিল
ঘ. ভূধর
উত্তরঃ
 
15. 'কুটিল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. সোজা
খ. অকৃত্রিম
গ. সরল
ঘ. অকুটিল
উত্তরঃ
 

16. কোন বানানটি শুদ্ধ?
ক. Colaboretion
খ. Colaboration
গ. Collaboration
ঘ. Collaboretion
উত্তরঃ
 
17. কোনটি শুদ্ধ বানান?
ক. Trensparency
খ. Transparency
গ. Trensperency
ঘ. Transperency
উত্তরঃ
 
18. কোনটি Common Noun?
ক. Pupils
খ. Shamim
গ. Class
ঘ. Team
উত্তরঃ
 
19. কোনটি Collective Noun?
ক. Truth
খ. Harbour
গ. Bank
ঘ. Committee
উত্তরঃ
 
20. 'I had written the letter.' বাক্যটির Passive form হবে----
ক. The letter was written by me.
খ. The letter had been written by me.
গ. The letter was being written by me.
ঘ. The letter was wrote by me.
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question