Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- কর্ণফুলী- ২৪.০২.২০১২
 
61. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
ক. ১৩৬
খ. ১৩৭
গ. ১৩৮
ঘ. ১৩৯
উত্তরঃ
 
62. কোন ধাতু সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়?
ক. দস্তা
খ. অ্যালুমিনিয়াম
গ. তামা
ঘ. পরস্পরের সংস্পর্শে থাকা তামা ও অ্যালুমিনিয়াম
উত্তরঃ
 
63. পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী ---
ক. ইথেন
খ. হাইড্রোজেন সালফাইড
গ. মিথেন
ঘ. হিলিয়াম
উত্তরঃ
 
64. ১০২৪ বাইট = কত?
ক. ১ মেগাবাইট
খ. ১ গিগাবাইট
গ. ১ কিলোবাইট
ঘ. ১ টেরাবাইট
উত্তরঃ
 
65. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
ক. থাইরোসিন
খ. গ্লুকাগন
গ. ইনসুলিন
ঘ. এড্রিনালিন
উত্তরঃ
 

66. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক?
ক. ৯ ভাগ
খ. ১৬ ভাগ
গ. ১৯.৮ ভাগ
ঘ. ২৫ ভাগ
উত্তরঃ
 
67. কোন প্রকার মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
ক. বেলে মাটি
খ. এটেল মাটি
গ. দোআঁশ মাটি
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ
 
68. একটি জ্বলন্ত মোমবাতিতে কাঁচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ -----
ক. কাঁচ আলোকে জ্বলতে বাধা দেয়
খ. পাত্রের ভিতর বায়ুশূন্য হয়ে যায়
গ. গ্লাসের ভিতর হাইড্রোজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
ঘ. গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়
উত্তরঃ
 
69. আদমসুরত বলা হয় ---
ক. কালপুরুষকে
খ. সপ্তর্ষিমণ্ডলকে
গ. ক্যাসিওপিয়াকে
ঘ. সুরনদীকে
উত্তরঃ
 
70. পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি ----
ক. কমে যাবে
খ. বেড়ে যাবে
গ. অপরিবির্তিত থাকবে
ঘ. কোনোটিই ঠিক নয়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question