Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- কর্ণফুলী- ২৪.০২.২০১২
 
51. 'এডেন' সমুদ্রবন্দরটি কোথায় অবস্থিত?
ক. ইয়েমেন
খ. জর্ডান
গ. কাতার
ঘ. সংযুক্ত আরব আমিরাত
উত্তরঃ
 
52. প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড তৈরি করে?
ক. ব্যাপন
খ. রেচন
গ. শ্বসন
ঘ. অভিস্রবণ
উত্তরঃ
 
53. কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার?
ক. বায়ু
খ. মাটি
গ. পানি
ঘ. গাছপালা
উত্তরঃ
 
54. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি?
ক. গাছপালা কমে যাওয়া
খ. ভূ-পৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন
গ. যানবাহনের সংখ্যা বৃদ্ধি
ঘ. ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি
উত্তরঃ
 
55. কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?
ক. এইডস
খ. গনোরিয়া
গ. গলগণ্ড রোগ
ঘ. গোদ রোগ
উত্তরঃ
 

56. ----এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?
ক. ভিটামিন 'এ'
খ. ভিটামিন 'বি'
গ. ভিটামিন 'সি'
ঘ. ভিটামিন 'ডি'
উত্তরঃ
 
57. 'শিমের বিচি' কোন ধরনের খাদ্য?
ক. আমিষ
খ. শ্বেতসার
গ. স্নেহ জাতীয়
ঘ. ভিটামিন
উত্তরঃ
 
58. কোনটির অভাবে গলগণ্ড হয়?
ক. ভিটামিন 'এ'
খ. ক্যালসিয়াম
গ. সোডিয়াম
ঘ. আয়োডিন
উত্তরঃ
 
59. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ-এর সময় লাগে ---
ক. ২৯ দিন ১২ঘণ্টা
খ. ২৭ দিন ১৭ ঘণ্টা
গ. ২৮ দিন ২ ঘণ্টা
ঘ. ২৮ দিন ৫ ঘণ্টা
উত্তরঃ
 
60. 'বিশ্ব পরিবেশ দিবস' কবে পালন করা হয়?
ক. ৫ এপ্রিল
খ. ৫ মে
গ. ৫ জুন
ঘ. ৫ জুলাই
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question