Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- কর্ণফুলী- ২৪.০২.২০১২
 
1. আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ
 
2. 'বরফ গলা নদী' উপন্যাসটির রচয়িতা কে?
ক. জহির রায়হান
খ. সৈয়দ এমদাদ আলী
গ. হুমায়ুন আহমেদ
ঘ. প্রমথ নাথ বিশী
উত্তরঃ
 
3. 'রক্তকরবী' নাটকটি কার রচনা?
ক. গিরিশ চন্দ্র ঘোষ
খ. কায়কোবাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ
 
4. 'যা কষ্টে লাভ করা যায়।' -এক কথায় কী হবে?
ক. দুর্লভ
খ. কষ্টার্জিত
গ. দুর্জয়
ঘ. পরিশ্রমলব্ধ
উত্তরঃ
 
5. 'আবক্ষ জলে নেমে স্নান।' -এক কথায় কী হবে?
ক. স্নান
খ. প্রক্ষালন
গ. অবগাহন
ঘ. পদধৌত
উত্তরঃ
 

6. কোন বানানটি শুদ্ধ?
ক. পসারিণী
খ. পসারিনি
গ. পসারিনী
ঘ. পসারীনী
উত্তরঃ
 
7. কোনটি শুদ্ধ বানান?
ক. আনুষঙ্গিক
খ. আনুসাঙ্গিক
গ. অনুষঙ্গিক
ঘ. আনূষঙ্গিক
উত্তরঃ
 
8. খালেদ "বই" পড়ে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে শূন্য
খ. অধিকরণে শূন্য
গ. কর্মে শূন্য
ঘ. অপাদানে শূন্য
উত্তরঃ
 
9. "ব্যায়ামে" শরীর ভাল থাকে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৭মী
খ. কর্মে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ
 
10. 'দ্যুলোক' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. দুৎ + লোক
খ. দিব্ + লোক
গ. দুঃ লোক
ঘ. দুত + লোক
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question