Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৩) :: পরীক্ষার তারিখঃ- হোয়াংহো- ০৮.১১.২০১৩
 
71. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
ক. ১৮ জোড়া
খ. ২০ জোড়া
গ. ২২ জোড়া
ঘ. ২৩ জোড়া
উত্তরঃ
 
72. বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয়---
ক. ১৯৩০ সালে
খ. ১৯৩১ সালে
গ. ১৯৩২ সালে
ঘ. ১৯৩৪ সালে
উত্তরঃ
 
73. ১৯৩০ সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ--
ক. ব্রাজিল
খ. উরুগুয়ে
গ. ফ্রান্স
ঘ. ইংল্যান্ড
উত্তরঃ
 
74. বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি?
ক. এ্যাভোমিটার
খ. ব্যারোমিটার
গ. হাইগ্রোমিটার
ঘ. অ্যামিটার
উত্তরঃ
 
75. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
ক. ইসলাম খাঁন
খ. শায়েস্তা খাঁন
গ. ইব্রাহীম খাঁন
ঘ. মীর জুমলা
উত্তরঃ
 

76. ময়মনসিংহ জেলার পূর্ব নাম---
ক. জালালাবাদ
খ. ইসলামাবাদ
গ. নাসিরাবাদ
ঘ. সিংহগ্রাম
উত্তরঃ
 
77. তালিবাবাদ উপগ্রহ ভূ-কেন্দ্রটি চালু হয়?
ক. ১৯৮০ সালে
খ. ১৯৮১ সালে
গ. ১৯৮২ সালে
ঘ. ১৯৯৩ সালে
উত্তরঃ
 
78. তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?
ক. নরসিংদী
খ. খুলনা
গ. দিনাজপুর
ঘ. গাজীপুর
উত্তরঃ
 
79. বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি অবস্থিত--
ক. ঢাকায়
খ. চট্টগ্রাম
গ. খুলনায়
ঘ. সিলেটে
উত্তরঃ
 
80. বাংলাদেশে একমাত্র অস্ত্র তৈরি কারখানাটি অবস্থিত---
ক. গাজীপুরে
খ. ঢাকা জেলায়
গ. চট্টগ্রাম জেলায়
ঘ. রাজশাহী জেলায়
উত্তরঃ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question